রাঁচি: প্রথম তিন ম্যাচে দুই হার। বিজয় হাজারে ট্রফির (Vijay Hazare Trophy) গ্রুপ থেকেই বাংলার বিদায় নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে সেখান থেকে ঘুরে দাঁড়াল বাংলা। জিতে নিল পরপর দুই ম্যাচ। আগের ম্যাচে পুদুচেরিকে হেলায় হারানোর পর শনিবার রেলওয়েজের বিরুদ্ধেও দাপট দেখিয়ে জিতল বাংলা। অরিন্দম ঘোষ-বিবেক সিংহদের ৫৭ রানে হারিয়ে নক আউটে জায়গা পাওয়ার দৌড়ে রইল বাংলা। এমনকী, গ্রুপের শেষ ম্যাচে সার্ভিসেসকে হারাতে পারলে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেও সরাসরি কোয়ার্টার ফাইনালে যেতে পারে বাংলা দল।
শনিবার রাঁচিতে টস জিতে বাংলাকে প্রথম ব্য়াট করতে পাঠিয়েছিলেন রেলওয়েজ অধিনায়ক কর্ণ শর্মা। সুদীপ কুমার ঘরামি ও অভিমন্যু ঈশ্বরণ বাংলার হয়ে শুরুটা ভাল করেছিলেন। দুই ওপেনার ৭১ রান যোগ করেন। সাম্প্রতিক সময়ে লিস্ট এ ক্রিকেটে রেলওয়েজের বিরুদ্ধে যা সর্বোচ্চ রানের পার্টনারশিপ। ৩৪ বলে ২২ রান করে ফেরেন সুদীপ। রান পাননি অনুষ্টুপ মজুমদার। আগের ম্যাচে সেঞ্চুরি করা ব্য়াটার মাত্র ৩ রান করে কর্ণ শর্মার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন। মনোজ তিওয়ারিও বড় রান পাননি। মাত্র ১৫ করে ফেরেন। ৫০ রান করে ফেরেন অভিমন্যু।
তবে বাংলা ইনিংসের হাল ধরেন অভিষেক পোড়েল। চাপের মুখে ৮৮ বলে ৫৪ রানের ইনিংস খেলেন তিনি। ঋত্বিক চট্টোপাধ্যায় ৪৩ বলে ৩৭ রানে অপরাজিত ছিলেন। প্রথমে ব্যাট করে বাংলা তোলে ২৪৮/৯।
বাংলার সবচেয়ে বড় কাঁটা ছিল বাঙালি দুই ক্রিকেটার। ওপেনার বিবেক সিংহ ও অরিন্দম ঘোষ। যাঁরা চাকরিসূত্রে রেলে কর্মরত বলে ঘরোয়া ক্রিকেটে রেলওয়েজের প্রতিনিধিত্ব করেন। রান তাড়া করতে নেমে বিবেক ও শিবম চৌধুরী ভাল শুরু করেন। বিনা উইকেটে ৪০ রান তুলে নেয় রেলওয়েজ। কিন্তু পরপর ফিরে যান শিবম (১৯ রান) ও বিবেক (১৫ রান)। অরিন্দম ২৩ রান করে ফেরেন। উপেন্দ্র যাদব ৩৯ রান করে পাল্টা লড়াই করলেও তা ম্যাচ জেতানোর পক্ষে যথেষ্ট ছিল না।
অনিয়মিত স্পিনার মনোজ তিওয়ারি জোর ধাক্কা দেল রেলওয়েজ শিবিরকে। মাত্র ২৬ রানে ৩ উইকেট তুলে নেন বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী। ৪৩.২ ওভারে ১৯১ রানে অল আউট হয়ে যায় রেলওয়েজ।
এই জয়ের ফলে ৫ ম্য়াচে ১২ পয়েন্ট হল অভিমন্যু ঈশ্বরণদের। ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে মহারাষ্ট্র। সমান ১২ পয়েন্ট নিয়েও রান রেটে সামান্য এগিয়ে থাকায় দুইয়ে আছে রেলওয়েজ। বাংলা তিন নম্বরে। বাংলার শেষ ম্যাচ সার্ভিসেসের বিরুদ্ধে। সেই ম্যাচ জিতলে নক আউটের দৌড়ে ভালমতোই থাকবে বাংলা।
আরও পড়ুন: আজুরিরা নেই, তবে বিশ্বকাপের প্রথম ম্যাচেই দায়িত্বে ইতালির ডানিলে