ইনদওর: ছেলে খেলেছেন বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মাদের (Rohit Sharma) সঙ্গে। ভারতীয় ক্রিকেটার নমন ওঝার (Naman Ojha) পরিবারে আচমকাই উদ্বেগের মেঘ। আর্থিক তছরুপের দায়ে কড়া শাস্তি হল নমন ওঝার বাবার। টাকা আত্মসাৎ করার অভিযোগে বিদ্ধ নমনের বাবা বিনয় ওঝা। তাঁকে সাত বছরের কারাদণ্ড দিল আদালত। সঙ্গে সাত লক্ষ টাকা জরিমানাও করা হল।
মধ্যপ্রদেশের বেতুলের ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে অর্থ আত্মসাতের মামলার ১১ বছর পর এই রায় দেওয়া হয়েছে। প্রাক্তন ক্রিকেটার নমন ওঝার বাবা বিনয় ওঝা সহ চারজনকে সাজা দেওয়া হয়েছে। বিনয় সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।
২০১৩ সালে, বেতুলের মুলতাই থানা এলাকায় অবস্থিত জুলখেদা গ্রামে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র শাখায় ১ কোটি ২৫ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছিল। সেই ঘটনায় পুলিশ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছিল। মঙ্গলবার, মুলতাই অতিরিক্ত দায়রা আদালত ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের জুলখেদা শাখার সেই টাকা আত্মসাতের মামলায় রায় ঘোষণা করেছে। এই হাই-প্রোফাইল মামলার মাস্টারমাইন্ড অভিষেক রত্নম সহ অন্যান্য অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা হয়েছে এবং সাজা ঘোষণা করা হয়েছে।
মাস্টারমাইন্ড অভিষেক রত্নমকে ১০ বছরের কারাদণ্ড এবং ৮০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বিনয় ওঝা, যিনি প্রাক্তন ক্রিকেটার নমন ওঝার বাবা এবং সেই সময়ে ব্যাঙ্কে সহকারী ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন, তাঁকেও দোষী সাব্যস্ত করা হয়েছে। তাঁকে সাত বছরের কারাদণ্ড এবং সাত লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ব্যাঙ্কের সঙ্গে যুক্ত দুই ব্যাক্তি, ধনরাজ পওয়ার এবং লখন হিংওয়ের প্রত্যেককে সাত বছরের কারাদণ্ড এবং ৭ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে।
টাকা আত্মসাতের মূল চক্রী অভিষেক রত্নম, ২০১৩ সালে জালিয়াতি চালানোর জন্য ব্যাঙ্ক কর্তাদের পাসওয়ার্ড ব্যবহার করেছিলেন। উল্লেখ্য যে সেই সময়ে, প্রাক্তন ক্রিকেটার নমন ওঝার বাবা বিনয় ওঝাও একই ব্যাঙ্কে কর্মরত ছিলেন। এই প্রতারণার তদন্তে তাঁর নাম উঠে আসে।
পাবলিক প্রসিকিউটর রাজেশ সাবলে বলেছেন যে, তদন্তের সময় দেখা গিয়েছে ব্যাঙ্ক কর্তাদের পাসওয়ার্ড ব্যবহার করে টাকা আত্মসাৎ করা হয়েছিল। তদন্ত চলাকালীন, ব্যাঙ্কের কোষাধ্যক্ষ দিনানাথ রাঠৌর মারা যান। তবে ট্রেনি ব্রাঞ্চ ম্যানেজার নীলেশ চট্রোলে, যাঁর আইডি এবং পাসওয়ার্ডের অপব্যবহার করা হয়েছিল, তাঁকে দোষী সাব্যস্ত করা হয়নি। আদালত তাঁকে মুক্তি দিয়েছে।
আরও পড়ুন: মাত্র ৩৯ বছর বয়সে প্রয়াত বাংলার ক্রিকেটার, বিশ্বাসই হচ্ছে না লক্ষ্মীদের, শোকস্তব্ধ ময়দান
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।