মুম্বই: ঠিকভাবে হাঁটতেও পারেন না এখন আর। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতা সঙ্গী বিনোদ কাম্বলির (Vinod Kambli)। কিছুদিন আগেই হাসপাতাল থেকে ফিরেছেন। এবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৫০ বছর পূর্তি উদযাপন করেছে। সেখানেই কাঁপা কাঁপা পায়ে হেঁটে এসে সুনীল গাওস্করের পা ছুঁলেন বিনোদ কাম্বলি। সচিন তেন্ডুলকরের ছোটবেলার বন্ধুকে দেখা গেল জড়িয়ে ধরছেন ওয়াসিম জাফর, সঞ্জয় মঞ্জরেকরের মত প্রাক্তনরা।

গত ১ জানুয়ারি হাসপাতাল থেকে ফিরেছেন কাম্বলি। মূত্রনালিতে ইনফেকশন নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। মস্তিষ্কেও রক্ত জমাট বেঁধেছিল। গত ২১ ডিসেম্বর থেকে ভর্তি ছিলেন হাসপাতালে। বাড়ি ফেরার পর খানিকটা সুস্থ আছেন বিনােদ কাম্বলি। মুম্বই ক্রিকেট অ্য়াসোসিয়েশনের তরফে প্রাক্তন মুম্বই ক্রিকেটারদের সংবর্ধিত করা হয়েছিল। সেখানেই সম্মানিত হন কাম্বলিও। 

 

ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজের কেরিয়ারের স্মৃতিচারণা করতে গিয়ে কাম্বলি বলেন, ''আমার ছোটবেলা কেটেছে এই মাঠে। এখানে আমি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দ্বিশতরান হাঁকিয়েছিলাম। কেরিয়ারে এরপর অনেক শতরান করেছি। কিন্তু ওটা স্পেশাল ছিল। আমার বা সচিনের মত যাঁরা ভবিষ্যতে ক্রিকেটার হতে চাও। সবাইকে বলব শুধু পরিশ্রম করে যাও। পরিশ্রমের কোনও বিকল্প নেই। দেশের জার্সিতে খেলার স্বপ্ন দেখতে হবে।''

শারীরিক অসুস্থতার সঙ্গে ব্য়ক্তিগত জীবনেও বেশ টালমাটাল বিনোদ কাম্বলি। কাম্বলি তাঁর স্ত্রী সন্তানকে নিয়ে যেখানে থাকেন সেই বাড়ির লোন নিয়েছিলেন। যা এখনও পর্যন্ত ১৮ লক্ষ টাকা বাকি রয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে যদি ব্যাঙ্কের তরফ থেকে কোনও কড়া পদক্ষেপ নেওয়া হয়, সেক্ষেত্রে বাড়িটিও হাতছাড়া হতে হবে কাম্বলিকে।

তবে যখন হাসপাতালে ভর্তি ছিলেন, তখন হাসপাতালের বেড থেকেই নিজের অনুরাগীদের জন্য শুভেচ্ছাবার্তা পাঠান কাম্বলি। তাঁকে বলতে শোনা যায়, 'জীবনটা উপভোগ কর। তবে সবকিছু ভেবেচিন্তে কর।' এরপরেই বন্ধু সচিন প্রসঙ্গে তিনি বলেন, 'সচিনের আশীর্বাদ সবসময় আমার সঙ্গে থাকে। কারণ আচরেকর স্যর (সচিন, কাম্বলির কোচ) আমাদের পাশে আছেন।' পাশাপাশি তিনি জানান আর মাত্র দুই দিন, তারপরেই তিনি সকলের সামনে আবার সুস্থ হয়ে ফিরে আসবেন।