মুম্বই: সোশ্য়াল মিডিয়ায় প্রসার বেড়ে যাওয়ার পর মুহূর্তেই সবকিছু ভাইরাল হয়ে যায়। এই যেমন সম্প্রতি একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানে কোনও একটি বয়সভিত্তিক লিগের খেলার সময় এক ব্যাটারকে রান আউট করার পর ভাংড়া নাচ করছে ফিল্ডিং দলের সব সদস্যই। এমনকী ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে যে ব্যাটারকে রান আউট করার আগেই সেলিব্রেশন শুরু করে দিয়েছিল উইকেট কিপার। সেই সময় দলের এক সতীর্থ এসে মনে করানোয় সে দ্রুত বেল ফেলে দেয় বল হাতে।
সেই ভাইরাল ভিডিওয় যে ব্যাটারকে দেখা যাচ্ছে তার নাম সমীর সিংহ চৌহান। তিনি রান নিতে গিয়েছিলেন। কিন্তু নন স্ট্রাইকার এন্ডে থাকা বৈভব শর্মা লাইন থেকে বেরতে চাননি। শেষ পর্যন্ত দুজন ব্যাটারই নন স্ট্রাইকার এন্ডে চলে আসে। বল ততক্ষণে ফিল্ডারের থেকে চলে গিয়েছে উইকেট কিপারের হাতে। বল হাতে পাওয়ার পরই পা তুলে নাচতে থাকেন উইকেট কিপার। তার সঙ্গে ততক্ষণে ফিল্ডাররাও এসে নাচা শুরু করেন দেয়।
সেই ভিডিও অনেকেই সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন। ভিন্ন ভিন্ন কমেন্টের সঙ্গে ক্লিপটি পোস্ট করেছেন সবাই নিজেদের এক্স হ্যান্ডেলে ও ইনস্টাগ্রামে।
আইপিএলে সূর্যবংশীর রেকর্ড
সোমবার শতরান করার সঙ্গে সঙ্গে অনেকগুলো রেকর্ড গড়ে ফেলেছেন। বিশ্বের সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে টি-টোয়েন্টিতে শতরানের নজির। আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরানের নজির। চলতি আইপিএলেই প্রিয়াংশ আর্য ৩৯ বলে সেঞ্চুরি করেছিলেন। তাঁকেও টেক্কা দিয়ে দিলেন কয়েকটি ম্য়াচ পরেই। সংবাদসংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে ব্রজেশ বলছেন, ''এটা আমাদের কাছে বিশাল আনন্দের। আমাদের শহরের নাম উজ্জ্বল করল বৈভব। দুর্দান্ত ব্যাটিং করেছে গোটা ম্য়াচজুড়ে। আমি আশাবাদী খুব দ্রুত এবার ও ভারতের জার্সিতে সিনিয়র দলের হয়ে খেলুক। আমরা সবাই এটাই চাইব।''
গুজরাত টাইটান্সে বোলিং লাইন আপে ছিলেন মহম্মদ সিরাজ, ইশান্ত শর্মা, প্রসিদ্ধ কৃষ্ণ, রশিদ খানের মত বিশ্বমানের বোলাররা। কিন্তু কাউকেই রেয়াত করেনি বৈভব। নিজের ইনিংসে ১১টি ছক্কা ও ৭টি চার। স্কোরকার্ড দেখলেই বোঝা যায় যে কী পরিমানের ধ্বংসলীলা চালিয়েছিল বৈভব। কিশোর ব্যাটারের কাকা রাজীব সূর্যবংশী বলছেন, ''আইপিএলের ইতিহাসে ও যা করে দেখাল তা সত্যিই অবিশ্বাস্য। এটা বিহারবাসীর গর্ব। ও ক্রিকেটে আরও সাফল্য পাক, এটাই কামনা করি। আমাদের পরিবারের জন্য ভীষণ আনন্দের দিন এটি।''