লন্ডন: বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা (Anushka Sharma), ক্রিকেট ও চলচ্চিত্র দুনিয়ার দুই তারকা। ভারতের 'পাওয়ার কাপল' হিসাবেও পরিচিত তাঁরা। এই দুই তারকা যে বর্তমানে ভারতে নয়, ইংল্যান্ডেই নিজেদের সন্তানদের সঙ্গে থাকেন, তা মোটামুটি সকলেই জানেন। কিন্তু ইংল্যান্ডের ঠিক কোথায় তাঁদের বাড়ি সেই নিয়ে খানিক ধোঁয়াশা ছিল। এবার তাঁদের বাড়ির ঠিকানা জানিয়ে দিলেন এক ইংরেজ তারকা।
বিরাট যে লন্ডনে থাকেন, তা নিয়ে বহু রিপোর্ট প্রকাশিত হয়েছে। তাঁকে লন্ডনের রাস্তাঘাটে হেঁটে চলতে দেখা গিয়েছে বহুবার। কিন্তু তাঁর সঠিক ঠিকানা নিয়ে নিশ্চয়তা ছিল না। তবে ইংল্যান্ড প্রাক্তনী জনাথন ট্রট হঠাৎ করেই ক্যামেরায় বিরুষ্কার বাসস্থানের ঠিকানা জানিয়ে ফেলেন। তিনি জানান কোহলিরা লন্ডনের সেন্ট জনস উডে থাকেন। অতীতে কোহলির নটিং হিলে থাকার কথা শোনা গিয়েছিল। কিন্তু ট্রট চলতি ভারত বনাম ইংল্যান্ড টেস্টের ব্রডকাস্টার সঙ্গে কথা বলার সময়ই জানান যে কোহলিরা সেন্ট জনস উডসে থাকেন।
উত্তর-পশ্চিম লন্ডনে অবস্থিত এই স্থানটি সুন্দর বাড়িঘরের জন্য বেশ জনপ্রিয়। সেখানে সম্ভবত কোহলিরা নিজেদের আস্তানা সাজিয়েছেন। প্রসঙ্গত, কোহলিকে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ বা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে দেখা না গেলেও, তাঁকে কিন্তু সম্প্রতি লন্ডনেই দেখা গিয়েছে। তিনি এক দশক পর অল ইংল্যান্ড ক্লাবে প্রত্যাবর্তন ঘটান।
ব্যস্ত সূচির জেরেই সম্ভবত ২০১৫ সালের পর তাঁকে সেখানে যেতে দেখা যায়নি। তবে বর্তমানে দুই আন্তর্জাতিক ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার পর কোহলির হাতে খানিকটা সময় রয়েছে। আপাতত তাঁর কোনও ধরনের ম্যাচ নেই। সেই ফাঁকেই এক দশক পর ফের একবার উইম্বলডনে দেখা মিলল কোহলির।
তিনি রেকর্ড গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন তথা গত বছরের ফাইনালিস্ট নোভাক জকোভিচের (Novak Djokovic) ম্যাচ দেখতে হাজির ছিলেন। জকোভিচ ও অ্যালেক্স ডি মিনাউরের রাউন্ড অফ ১৬-র ম্যাচ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়ায়ও সেই ম্যাচ দেখার একটি ছবি আপলোড করেন কোহলি। তাঁর ক্যাপশনে জকোভিচকে ট্যাগ করে 'কিং কোহলি' লেখেন, 'দুর্দান্ত এক ম্যাচের সাক্ষী থাকলাম। তবে এটা যোদ্ধার (জকোভিচ) জন্য তো নিত্যদিনের ব্যাপার।'
তবে শুধু কোহলি নন, এদিন বিরাট ছাড়াও জকোভিচের ম্যাচ দেখতে সস্ত্রীক হাজির ছিলেন আরেক মহাতারকা জো রুট। উপস্থিত ছিলেন কিংবদন্তি জেমস অ্যান্ডারসন।