নয়াদিল্লি: অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল জল্পনা। অবশেষে সেই জল্পনা শেষ হল। বিরাট (Virat Kohli) অনুষ্কা শর্মার (Anushka Sharma) কোল আলো করে এল দ্বিতীয় সন্তান। পুত্রসন্তানের জন্ম দিলেন অনুষ্কা। গত ১৫ ফেব্রুয়ারিই 'বিরুষ্কা'-র সন্তানের জন্ম হয়।


সোশ্যাল মিডিয়া মারফত পুত্র সন্তানের জন্মের ঘোষণা করেন বিরাট কোহলি। পুত্রের নামও জানালেন কোহলি। ভামিকার ভাইয়ের নাম রাখা হয়েছে অকায় (Akaay)। সোশ্যাল মিডিয়ায় কোহলি পুত্রসন্তানের জন্মগ্রহণের কথা ঘোষণা করে লেখেন, 'অত্যন্ত আনন্দ ও ভালবাসার সঙ্গে আমরা সকলকে জানাতে চাই যে গত ১৫ ফেব্রুয়ারি আমাদের ছেলে, ভামিকার ছোট ভাই অকায়কে আমরা এই পৃথিবীতে স্বাগত জানিয়েছি। আমরা আমাদের এই শুভ সময়ে আপনাদের শুভকামনা ও আর্শীবাদের কামনা করছি। এই মূহূর্তে আমাদের একান্তে থাকতে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। ভালবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে বিরাট ও অনুষ্কা।'


 






 


বিরাট কোহলি চলতি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ে খেলছেন না। সিরিজ়ের শুরুতেই দল ঘোষণার সময় বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছিল বিরাট কোহলি ব্যক্তিগত কারণে সিরিজ়ে খেলছেন না। তবে ঠিক কী কারণে তিনি নিজেকে সরিয়ে রেখেছেন সেই নিয়ে জল্পনা ছিলই। বিরাট দ্বিতীয় সন্তান জন্মানোর জন্য স্ত্রীর পাশে থাকতে চান বলেই সিরিজ়ে খেলছেন না, এমন কানাঘুষোও শোনা যাচ্ছিল।


বিরাটের দীর্ঘদিনের বন্ধু তথা প্রাক্তন আরসিবি সতীর্থ এবি ডিভিলিয়ার্সের বিরাট ও অনুষ্কার দ্বিতীয় সন্তান জন্মানোর কথা ফাঁস করে দেন। এবিডি তাঁর ও কোহলির মেসেজের কথোপকথন নিজের এক শোয়ে পড়ে শোনান। এবিডি পড়েন, 'দেখি ও (বিরাট) আমাকে কী বলেছিল। আমি আপনাদের (অনুরাগীদের) অল্প খানিক হলেও ভালবাসা দিতে চাই।' এরপর তিনি পড়ে শোনান, 'আমি ওকে লিখেছিলাম, 'কিছুদিন ধরেই তোমার খোঁজ নেব ভাবছিলাম। তুমি কেমন আছ?' বিরাট বলেন, 'পরিবারের সঙ্গে এখন থাকতে হবে। আমি ভাল আছি'।' এরপর তিনি আরও বলেন, 'হ্যাঁ, ওঁর দ্বিতীয় সন্তান আসতে চলেছে। হ্যাঁ, এটা পরিবারের সঙ্গে থাকার সময় এবং এই সমস্ত জিনিস ওঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় বেশিরভাগ মানুষেরই প্রাধান্য তাঁর পরিবার। তার জন্য বিরাটের সমালোচনা করা যায় না। হ্যাঁ, ওকে আমরা মিস করি। তবে ও একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে।'


অবশ্য এই ঘটনার পরেই এবিডি ক্ষমাও চেয়ে নেন। তবে শেষমেশ সেই জল্পনাই সত্যি হল।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: আইপিএলের আগে শুরু শেষবেলার প্রস্তুতি, আলুরে পুরোদমে ম্যাচ খেললেন ঋষভ পন্থ