রাঁচি: ভারতীয় দল সদ্যই ঘরের মাটিতে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) মুখ থুবড়ে পড়েছে। ঘরে বিগত সাত টেস্টের মধ্যে পাঁচটিতেই হেরেছে ভারত। এরপরে অনেকেই দাবি করছিলেন টেস্ট দলে বিরাট কোহলিকে (Virat Kohli) ফেরানো হোক। তাঁর অভিজ্ঞতার অভাব টের পাচ্ছে ভারত। রাঁচিতে তাঁর দুরন্ত সেঞ্চুরির পর সেই দাবি আরও জোরাল হয়েছে। তবে কোহলি কি নিজের টেস্ট কামব্যাকের বিষয়ে আগ্রহী?

Continues below advertisement

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্য়াচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোহলিকে বলতে শোনা যায়, 'হ্যাঁ, আগামীদিনেও সবসময় এমনটাই (এক ফর্ম্যাটে খেলা) হবে।' তবে কেবল ওয়ান ডে ফর্ম্যাট খেলে ধারাবাহিকভাবে পারফর্ম করা কি সম্ভব? কীভাবে সেই লক্ষ্যে চরিতার্থ করার পরিকল্পনা করেছেন? 

কোহলি জানান, 'আমি প্রায় তিনশো ওয়ান ডে ম্য়াচ খেলে ফেলেছি। বিগত ১৫-১৬ বছরে প্রচুর ক্রিকেট খেলেছি। কেউ যদি খেলার টাচে থাকে, তাহলে সে বুঝতে পারে অনুশীলনে কোন সময়ে বল ঠিকঠাক জায়গায় লাগছে, প্রতিক্রিয়া ঠিকঠাক হচ্ছে, শারীরিকভাবে শরীর বড় ইনিংস খেলতে সক্ষম। কেউ যদি নেটে টানা দেড় থেকে দুই ঘণ্টা ব্যাটিং করতে পারেন, তাহলে তিনি ঠিকঠাক জায়গায় রয়েছেন। হ্যাঁ, ফর্ম খারাপ হলে খানিকটা বেশি ব্যাট করে ফর্মে ফেরার চেষ্টাটা আলাদা বিষয়। আমার এই পরিস্থিতিতে যা অভিজ্ঞতা রয়েছে, সেই অনুয়ায়ী আমার ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণই শারীরিকভাবে ফিট এবং মানসিকভাবে প্রস্তুত থাকার। বাকিটা আপনা আপনিই হয়ে যাবে।'

Continues below advertisement

৩৭ বছর বয়সে এসে মাত্র এক ফর্ম্যাট খেলা কোহলি কীভাবে নিজের ফর্ম এবং ফিটনেস ধরে রাখবেন, সেই নিয়ে জোর চর্চা চলছিল। ম্যাচ ফিটনেস বজায় রাখত তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলারও পরামর্শ দেওয়া হচ্ছিল। তবে রাঁচিতে শতরান হাঁকিয়ে নিজের প্রস্তুতি নিয়ে কথা বললেন কোহলি। অনেকেই তাঁর জবাবের মধ্যে বোর্ড ও নির্বাচকদের প্রতি বিশেষ বার্তারও ইঙ্গিত পাচ্ছেন।

'সত্যি বলতে আমি কখনই বাড়তি প্রস্তুতিতে বিশ্বাসী ছিলাম না। আমি তো মাথা খাটিয়ে আমার ক্রিকেটটা খেলি। আমার মাথা যতদিন বলবে, আমি খেলা চালিয়ে যাব। আর শরীরচর্চাটা আমি প্রচুর করি, তবে সেটা আর ক্রিকেট খেলার জন্য নয়, ওটা আমার জীবনের অঙ্গ হয়ে গিয়েছে। আমার ফিটনেস ঠিক থাকলে এবং মানসিকভাবে আমি বিষয়টা উপভোগ করলে এবং বল দেখে দ্রুত প্রতিক্রিয়া দিতে পারা, দ্রুত ছুটতে পারার মতো ঘটানাগুলি ঘটাতে পারলে নিঃসন্দেহেই সবটা ঠিক আছে বলে ধরে নেওয়া যাবে। ব্যাট থেকে রান আসবেই।' দাবি কোহলির।