দুবাই: বিরাট কোহলির (Virat Kohli) মাঠে মানেই রেকর্ডের ঝুলি, অবিশ্বাস্য কিছু। আর কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই ফের একবার টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতে দেখা যাবে 'কিং কোহলি'-কে। বাংলাদেশের বিরুদ্ধে বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) অভিযান শুরু করবে ভারতীয় দল। সেই ম্যাচেই ফের একবার ২২ গজে মাঠে নামবেন কোহলি।


বর্ডার-গাওস্কর ট্রফিতে অজ়িদের বিরুদ্ধে প্রথম ম্যাচে শতরান হাঁকালেও, তারপর থেকেই কোহলির ব্যাটে রানের খরা দেখা যায়। এমনকী রঞ্জি ট্রফিতে দিল্লির হয়ে মাঠে নেমেও বড় রান করতে ব্যর্থ হন কোহলি। তবে টিম ইন্ডিয়ার অনুরাগীদের স্বস্তি দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডেতে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকান কোহলি। এই ইনিংসের পরেই ভারতীয় সমর্থকরা আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাঁর থেকে ভাল কিছু দেখার আশাতেই রয়েছেন। এই মেগা টুর্নামেন্টেই কিন্তু একগুচ্ছ রেকর্ড গড়তে পারেন বিরাট কোহলি।


এক নজরে কোহলির সম্ভাব্য রেকর্ডসমূহ-



  • আর মাত্র ৩৭ রান করলেই কোহলি মাত্র তৃতীয় ক্রিকেটার হিসাবে ওয়ান ডেতে ১৪ হাজার রানের গণ্ডি পার করে ফেলবেন। দ্রুততম ব্যাটার হিসাবেই সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে এই ইতিহাস গড়তে পারেন কোহলি।

  • এই টুর্নামেন্টেই কুমার সাঙ্গাকারাকে পিছনে ফেলে ওয়ান ডেতে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহকও হয়ে যেতে পারেন কোহলি। তার জন্য প্রয়োজন আরও ২৭১ রান। 

  • তবে আর ২৬২ রান করলেই কোহলি এই মেগা টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহকও হয়ে যাবেন। তিনি আপাতত ১৩ ম্যাচে ৫২৯ রান করেছেন। আসন্ন টুর্নামেন্টেই কিন্তু ক্রিস গেলের এই রেকর্ড নিজের নামে করে নেওয়ার বড় সুযোগ রয়েছে কোহলির সামনে।

  • আর তিনি যদি অন্তত ১০৩ রান করতে পারেন, তাহলে রিকি পন্টিংকেও পিছনে ফেলে দেবেন কোহলি। হয়ে যাবেন আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক। আপাতত ৫৪৫ ম্যাচে সব ফর্ম্যাট মিলিয়ে কোহলি মোট ২৭,৩৮১ রান করেছেন। 

  • কোহলি আর মাত্র তিনটি ক্যাচ ধরতে পারলেই ওয়ান ডেতে ক্যাচ ধরার নিরিখে মহম্মদ আজহারউদ্দিনকে (১৫৬টি ক্যাচ) পিছনে ফেলে দিতে পারেন।

  • টুর্নামেন্টে পাঁচটি অর্ধশতরান করা কোহলি আরও দুইটি হাফসেঞ্চুরি হাঁকালেই কিংবদন্তি রাহুল দ্রাবিড়কে পিছনে ফেলে টুর্নামেন্টে সর্বোচ্চ হাফসেঞ্চুরি করা ভারতীয় হয়ে যাবেন। 


তবে এই রেকর্ডগুলি ছাড়াও কোহলি কিন্তু এই টুর্নামেন্টে নিজের প্রথম সেঞ্চুরির আশায় মাঠে নামবেন। সম্ভবত তাঁর শেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে টুর্নামেন্টে সেঞ্চুরির খরা কাটাতে যে মরিয়া হবেন তিনি, তেমনটা আশা করাই যায়।


আরও পড়ুন: আটবারের মধ্যে ছয়বার ফাইনালে পৌঁছেছে টিম ইন্ডিয়া, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের রেকর্ড কেমন?