রাজকোট: কেরিয়ারের সায়াহ্নে উপনীত হয়েছেন তিনি। তবে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট এখনও আগুন ঝরাচ্ছেন। কেরিয়ারের শেষ প্রান্তেও ধারবাহিকতায় সকলকেই কার্যত হার মানচ্ছেন কোহলি। গত ম্যাচে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) কোতাম্বি স্টেডিয়ামে অল্পের শতরান হাতছাড়া করলেও ইতিহাস গড়েছিলেন 'কিং কোহলি'। রাজকোটে বুধবার সিরিজ়ের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে আবারও এক ইতিহাসের হাতছানি তাঁর সামনে।
বর্তমান সময়ে কোহলি আর রেকর্ড যেন একেবারে সমার্থক হয়ে গিয়েছে। গত ম্যাচে ৯১ বলে ৯৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন কোহলি। বঢোদরায় এই ইনিংসের সুবাদেই কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক রানসংগ্রাহক হয়ে যান। শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে পিছনে ফেলে দেন তিনি। সাঙ্গাকারা ৬৬৬ ইনিংসে ২৮০১৬ রান করেছিলেন। কোহলি ৬২৪ ইনিংসেই সেই রানের গণ্ডি পার করে ফেলেন। টেস্টে কোহলির সংগ্রহ ৯২৩০ রান, আন্তর্জাতিক বিশ ওভারের ক্রিকেটে কোহলি ৪১৮৮ রান করেছেন। তবে রানের নিরিখে ওয়ান ডেতেই তিনি সফলতম। তিনি এই ফর্ম্যাটে ১৪৬৪৭ রান করেছেন। দ্রুততম ব্যাটা হিসাবেই ২৮ হাজার রানের গণ্ডি পার করেন ভারতীয় মহাতারকা।
বঢোদরায় ইনিংস নাগাড়ে তাঁর সপ্তম অর্ধশতরানের ইনিংস ছিল। আন্তর্জাতিক ক্রিকেটেও নাগাড়ে পাঁচ ম্যাচ কোহলি অর্ধশতরানের গণ্ডি পার করেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওয়ান ডেতে তিনি অপরাজিত অর্ধশতরান হাঁকিয়েছিলেন। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাটিতে দুই শতরানের পাশাপাশি এক অর্ধশতরান এসেছিল তাঁর ব্যাট। এমনকী বিজয় হাজারে ট্রফিতেও এক শতরান ও এক অর্ধশতরান আসে তাঁর ব্যাট থেকে। এই ইনিংসের পর সপ্তাহান্তে ৯৩ রান। দুরন্ত ফর্মে রয়েছেন কোহলি।
বুধবার তিনি যদি ফের অর্ধশতরানের গণ্ডি পার করেন, তাহলে কেউই অবাক হবেন না। আর কোহলি রাজকোটে হাফসেঞ্চুরি হাঁকালেই ইতিহাস গড়ে ফেলবেন। প্রথম ভারতীয় হিসাবে নাগাড়ে ছয় আন্তর্জাতিক ইনিংসে অর্ধশতরানের গণ্ডি পার করবেন ভারতীয় মহাতারকা। আপাতত তিনি রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর, রোহিত শর্মা এবং অজিঙ্ক রাহানের সঙ্গে যুগ্মভাবে এই তালিকায় শীর্ষে। তবে গোটা বিশ্বে এই রেকর্ড নিজের নামে করতে কোহলিকে আরও খানিকটা পথ অতিক্রম করতে হবে। সঈদ আনোয়ার নাগাড়ে নয় ম্যাচে অর্ধশতরানের গণ্ডি পার করে এই তালিকায় শীর্ষে। অবশ্য বিরাট যা ফর্মে, তাতে তাঁর জন্য অস্বাভাবিক কিন্তু কিছুই নয়।