বেঙ্গালুরু: খারাপ ফর্ম অব্যাহত বিরাট কােহলির (Virat Kohli)। বাংলাদেশের বিরুদ্ধে ২ টেস্টে চার ইনিংসে রান পাননি। এবার নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে খাতাই খুলতে পারলেন না প্রাক্তন ভারত অধিনায়ক। ৯ বল খেলে শূন্য় রানেই প্যভিলিয়নে ফিরলেন তিনি। তাঁকে ফেরালেন নবাগত কিউয়ি পেসার উইলিয়াম রুরকি। লেগ গালিতে দুরন্ত ক্যাচ লুফলেন গ্লেন ফিলিপস। 


এই নিয়ে চলতি বছরে আটবার এক অঙ্কের স্কোরে প্যাভিলিয়নে ফিরলেন কোহলি। চোটের জন্য় শুভমন গিল এদিন খেলেননি। তাঁর পরিবর্তে এদিন দলে ঢুকলেন সরফরাজ খান। তবে গিল না খেলায় তিন নম্বর পজিশনে ব্যাট করতে নেমেছিলেন বিরাট। সীমিত ওভারের ফর্ম্য়াটে তিন নম্বর পজিশনে ব্যাট করতে নামেন কিং কোহলি। কিন্তু টেস্টে সাধারণত চার নম্বর পজিশনেই ব্যাট করে থাকেন তিনি। ২০১৬ সালের পর এই প্রথমবার টেস্টে ব্যাটিং পজিশনে তিন নম্বর পজিশনে নেমেছিলেন কোহলি। এদিন খাতাই খুলতে পারলেন না। টেস্টে এই ব্যাটিং পজিশনে যে বিরাট ডাহা ফেল করেছেন, তা পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে। লাল বলের ফর্ম্য়াটে তিন নম্বরে নেমে কোহলি মাত্র ছয় ইনিংসে ব্যাট করে ১৯.৪০ গড়ে মাত্র ৯৭ রান করেছেন। সর্বোচ্চ স্কোর ৪১। 


ভারতীয় দলের একাদশ সুযোগ পেলেন সরফরাজ খান। শুভমন গিল  ঘাড় ও কাঁধের ব্যথা অনুভব করছেন বলে আগেই একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল। রোহিত টসেও জানালেন যে শুভমন সম্পূর্ণ ফিট নন। সেই কারণেই দলে ফিরলেন সরফরাজ খান। ভারতীয় একাদশে সুযোগ পেলেন কুলদীপ যাদবও। তিন স্পিনার নিয়েই মাঠে নামছে ভারত। ফলে জায়গা হল না আকাশ দীপের।


ভারতীয় অধিনায়ক জানান পিচ ঢাকা থাকায় শুরুটা চ্যালেঞ্জিং হবে বটে, তবে সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রোহিতরা। তিনি টসের সময় বলেন, 'পিচট বিগত দুই দিন ঢাকা ছিল। তাই আমরা জানি যে ম্যাচের শুরুটা একটু খটমট হতে পারে। সেটা মাথায় রেখেই আমরা বোর্ডে বড় রান তুলতে চাই। প্রথম দিনের খেলা সম্পূর্ণ ভেস্তে গেলেও, চারদিন রয়েছে। আর চারদিনে কিন্তু অনেক কিছু হতে পারে। এই চার দিনেই ম্যাচের ফলাফল নির্ধারিত হোক, এমনটা তো আমরা চাই। শেষ কয়েকটা ম্যাচে আমরা যেমন খেলেছি, তা কিন্তু আমাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং আমরা (বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ) টেবিলেও বেশ ভাল জায়গাতেই রয়েছি।'