ধর্মশালা: ফের একবার বিশ্বকাপের (ODI World Cup 2023) আসরে একে অপরের মুখোমুখি ভারত ও নিউজ়িল্যান্ড (IND vs NZ)। বিশ্বকাপে এখনও পর্যন্ত দুই অপরাজিত দলের ধুন্ধুমার লড়াইয়ের প্রতীক্ষায় ক্রিকেটবিশ্ব। সেই ম্যাচের আগেই প্রতিপক্ষ কিউয়িদের প্রশংসায় ভরালেন বিরাট কোহলি (Virat Kohli)।


কোহলি বলেন, 'ওর ভীষণ পেশাদার এবং একটি নির্দিষ্ট ঘরানার ক্রিকেট খেলে। তবে সেই ঘরানা কিন্তু ওদের বছরের পর বছর ধরে সাফল্য এনে দিয়েছে। ওরা যে ধরনের ক্রিকেট খেলে, তার জন্য জন্য ওদের প্রশংসা প্রাপ্য। ওদেরকে হারাতে গেলে ওদের ছন্দটা ভাঙতে হবে যেটা অত্যন্ত কঠিন। কারণ ওরা কিন্তু দলগতভাবে একেবারেই তেমন ভুল করে না। এটাই ওদের সবথেকে শক্তিশালী পক্ষ এবং আন্তর্জাতিক ক্রিকেটে ভুলভ্রান্তি কম করলে এমনিই জয়ের সম্ভাবনা বেড়ে যায়।'


ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা আবার কিউয়ি দলের পরিকল্পনার প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, 'আমি যখন পরিকল্পনার কথা ভাবি তখনই নিউজ়িল্যান্ডের কথা মাথায় আসে। ওরা এই বিভাগটায় খুবই শক্তিশালী। সবসময়ই ওরা পরিকল্পনামাফিকই ব্যাটিং করে। ওরা যে প্রতিপক্ষের প্রতিটি দলের বিরুদ্ধে নির্দিষ্ট পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছে, সেটা নিশ্চিত। ওরা আইসিসি টুর্নামেন্টগুলিতে নিয়মিতভাবে সাম্প্রতিক সময়ে আমাদের হারিয়েছে। তাই প্রথমে পরিস্থিতি বুঝে সেই অনুযায়ী আমাদের খেলাটা জরুরি।' 


হার্দিক পাণ্ড্যর চোট তো ছিলই, এই ম্যাচের আগে আরও দুই তারকার শারীরিক পরিস্থিতি টিম ইন্ডিয়ার শিবিরে উদ্বেগ বাড়াচ্ছে।


ইতিমধ্যে চোটের জেরে রবিবারের মেগা ম্যাচে নেই হার্দিক পাণ্ড্য। এবার সূর্য-ঈশানের জোড়া অনিশ্চয়তা কিছুটা চিন্তা বাড়াবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। অনুশীলন মাঝপথে থামিয়েই এদিন মেডিক্যাল সাহায্য নিয়ে ফিরতে হয়েছে সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণকে। নেটে ব্যাটিং করার সময় কবজি চোট পেয়েছেন সূর্য। আর মাথার পিছনের দিকে বোলতা (honeybee) কামড়েছে ঈশানের। তিনিও তখন ব্যাটিং অনুশীলন করছিলেন এইচপিসিএ (HPCA) স্টেডিয়ামে। বোলতা মাথার পিছনের দিকে কামড়ানোর পরে বেশ খানিকটা অস্বস্তি বোধ করায় অনুশীলন ছেড়ে ফিরে যান ঈশান। 


যে ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও এক অনভিপ্রেত পরিস্থিতির মধ্যে পড়তে হয় অনুশীলনরত টিম ইন্ডিয়াকে। সূর্যর কবজিতে আছড়ে পড়ে একটি বল। ব্যথায় হাত থেকে ব্যাট পড়ে যায় তাঁর। ফের একবার ছুটে যান মেডিক্যাল সাপোর্ট টিমের সদস্যরা। খানিকটা বরফ ঘষার পর দেখা যায় সূর্যকুমার যাদবের (Surya Kumar Yadav) ডান হাতের কবজিতে মোটা করে ব্যান্ডেজ বাঁধা হচ্ছে। যা নিয়েই কিছুটা পরে অনুশীলন ছেড়ে বেরিয়ে যান সূর্যও। তাঁর কবজির চোট ঠিক কতটা গুরুতর, সে নিয়ে এখনও আর কোনও তথ্য পাওয়া যায়নি। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: কিউয়িদের বিরুদ্ধে কেমন হতে পারে টিম ইন্ডিয়ার একাদশ? কী বললেন কোচ দ্রাবিড়?