নিউ ইয়র্ক: বিরাট কোহলি (Virat Kohli), বর্তমান বিশ্বের সেরা ক্রিকেটারদের প্রসঙ্গ উঠলেই সবার আগে বিরাটের নাম উঠে আসবেই। তিনি যে বিশ্বের সবপ্রান্ত কতটা জনপ্রিয়, তা তাঁর সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যা দেখলে বোঝা যায়। ফের একবার বিরাটের জনপ্রিয়তার ছবি ধরা পড়ল সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে।


পশ্চিম এশিয়ার দেশগুলিতে ক্রিকেটের জনপ্রিয়তা আকাশছোঁয়া হলেও, যুক্তরাষ্ট্রের মতো দেশে ক্রিকেট জনপ্রিয়তা যে এখনও তুলনামূলক অনেকটাই কম, তা বলার জো রাখে না। তবে ভারতীয় ক্রিকেট দল বিশ্বের জনপ্রিয়তম দল এবং সেই দলের মহাতারকা ক্রিকেটারদের মধ্যে একজন কোহলি। তাই তাঁর নিরাপত্তায় যাতে বিন্দুমাত্র ফাঁক ফোকর না থাকে, সেই প্রচেষ্টায় সদা তৎপর থাকেন নির্মাতা। যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) আয়োজিত হলেও তাই কোহলির জন্য একেবারে আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।


 






সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে বিরাটকে হেঁটে মাঠে ঢুকতে দেখা যাচ্ছে। সেখানে তাঁকে ঘিরে পুলিশ, ঘোড়সওয়ার পুলিশ থেকে বডিগার্ড, কিছুরই অভাব নেই। এই নিরাপত্তার এই বজ্রআঁটুনি দেখে কোহলি যে কতটা জনপ্রিয় এবং তিনি কতটা গুরুত্বপূর্ণ, তাঁর আন্দাজ সহজেই পাওয়া যায়। প্রসঙ্গত, এই ভিডিওতে কোহলির পাশে রিঙ্কু সিংহকেও হাঁটতে দেখা গিয়েছে। আরেক ভিডিওতে কোহলির মুখে 'গডস প্ল্যান' উদ্ধৃিতিটি শোনা যায়। আইপিএল জিতে রিঙ্কুর মুখ থেকেও কিন্তু এমনটাই শোনা গিয়েছিল। 


কোহলি এবং রিঙ্কুর সম্পর্ক যে সময়ের সঙ্গে সঙ্গে বেশ জমে উঠছে, তা বলাই বাহুল্য। প্রসঙ্গত, কোহলি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছে গেলেও, তিনি ভারতের একমাত্র প্রস্তুতি ম্যাচে অংশগ্রহণ করেননি। ফলে তাঁকে সম্ভবত সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধেই খেলতে দেখা যাবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর রেকর্ড অনবদ্য। এ বারের টুর্নামেন্টেও ফের একবার কোহলি জ্বলে উঠেন কি না, সেটাই দেখার বিষয়। ভারতের জন্য কোহলির ফর্মে থাকাটা যে কতটা জরুরি, তা আলাদা করে কিন্তু বলে দেওয়ার প্রয়োজন নেই। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: 'বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তবে...' পরিস্থিতি যাই হোক, লড়াই থামাতে নারাজ হার্দিক