বঢোদরা: মতান্তরে সাদা বলের ক্রিকেটে সর্বকালের সেরা ক্রিকেটার তিনি। তিনি বিরাট কোহলি (Virat Kohli)। ব্যাটার হিসাবে যেমন তাঁর জুড়ি মেলা ভার, তমনই ইয়ার্কি, ঠাট্টা করা, সতীর্থদের অনুকরণ করাতেই সিদ্ধহস্ত বিরাট। বঢোদরায় নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) প্রথম ওয়ান ডে ম্যাচের আগে ফের একবার অনুশীলনে তাঁকে সেই চেনা ছন্দে দেখা গেল।
অনুশীলন কোহলি কোনওদিনই কোনও ফাঁকফোকর রাখেন না। প্রথম ওয়ান ডে ম্যাচের আগেও জোরকদমে অনুশীলন সারেন তিনি। তবে সেই অনুশীলনের ফাঁকেই কোহলির এক মজাদার কাণ্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনুশীলনে দৌড়ের সময় কোহলি খানিকটা হাত ছড়িয়ে একটু ভিন্নভাবেই ছুটছিলেন। ভাইরাল ভিডিও লক্ষ্য করলেই বোঝা যাবে তিনি অপরপ্রান্ত থেকে আসা অর্শদীপ সিংহেরই অনুকরণ করেন। অর্শদীপের ছোটার ভঙ্গিমা আর পাঁচজনের থেকে খানিকটা ভিন্ন। সেটাই অনুকরণ করে ছুটতে দেখা যায় কোহলিকে।
তবে হাসিঠাট্টার মাঝে কোহলি বৃহস্পতিবার কড়া অনুশীলনও করেন। কোহলিকে অনুশীলনে নিজের পছন্দের অফ ড্রাইভ মারতে দেখা যায়। তিনি কিন্তু স্পিনার এবং ফাস্ট বোলার, উভয়ের বিরুদ্ধে বেশ কয়েকটি কড়া শট খেলেন। তবে থ্রো ডাউন বিশেষজ্ঞের বিরুদ্ধে বাউন্সের তারতাম্যের কারণে তাঁকে খানিকটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়।
বিরাট কোহলি ব্যাট হাতে দুরন্ত ছন্দে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে অবিশ্বাস্য ফর্মে ছিলেন। বিজয় হাজারে ট্রফিতেও তাঁর দুর্দান্ত ফর্ম বজায় ছিল। আশা করা হচ্ছে, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ৩টি একদিনের ম্যাচের সিরিজেও এই ফর্ম বজায় থাকবে। কোহলি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজে ২টি সেঞ্চুরি করেছিলেন, একটি ম্যাচে তিনি হাফসেঞ্চুরি করেছিলেন। এখন যদি নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে তিনি ৯৪ রান করেন, তাহলে তিনি সচিন তেন্ডুলকরের একটি বড় রেকর্ড ভেঙে দেবেন।
একদিনের ক্রিকেটে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করা ভারতীয় এখনও সচিন তেন্ডুলকর। সচিন এই দলের বিরুদ্ধে ১৯৯০ থেকে ২০০৯ সালের মধ্যে ৪২টি একদিনের ম্যাচ খেলেছিলেন, যেখানে তিনি ১৭৫০ রান করেছিলেন। এর মধ্যে ৫টি সেঞ্চুরি এবং ৮টি হাফসেঞ্চুরি রয়েছে।
কোহলি নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে এখনও পর্যন্ত ৩৩টি ম্যাচে ১৬৫৭ রান করেছেন, এর মধ্যে ৬টি সেঞ্চুরি এবং ৯টি হাফসেঞ্চুরি রয়েছে। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি একদিনের রান করা ভারতীয় হওয়ার জন্য কোহলিকে আরও ৯৪ রান করতে হবে। যে ফর্মে কোহলি রয়েছেন, তাঁর এই দলের বিরুদ্ধে যেরকম ধারাবাহিকতা, তাতে সচিনের এই রেকর্ড প্রথম ম্যাচেই ভেঙে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।