নয়াদিল্লি: ১৯ নভেম্বর, ২০২৩, দিনটা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে চরম বেদনার, কষ্টের। আমদাবাদের লক্ষাধিক দর্শকের উপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে পরাজিত হয়েছিল ভারতীয় দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয় সেই ক্ষতে খানিকটা হলেও মলম লাগিয়েছে। তবে পরপর দুই আইসিসি ট্রফি জয়ের পর এবার ৫০ ওভারের বিশ্বকাপ জেতার লক্ষ্যে 'কিং কোহলি'।

হ্যাঁ, ঠিকই শুনছেন। ২০২৭ সালের বিশ্বকাপ জিততে চান বিরাট কোহলি (Virat Kohli)। অর্থাৎ বছর দু'য়েক পরের আইসিসি মেগাইভেন্টে ফের একবার তাঁকে খেলতে দেখা যেতে চলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই রোহিত শর্মা ও বিরাট কোহলি, দুই সিনিয়র ক্রিকেটারের অবসর নিয়ে জোর জল্পনা শোনা যাচ্ছিল। তবে ফাইনালের পরেই বিরাট ও রোহিতকে এক ভাইরাল ভিডিওতে ক্যামেরা লক্ষ্য করে বলতে শোনা যায় যে তাঁরা অবসর নিচ্ছেন না।

তাহলে কি তাঁরা পরবর্তী ৫০ ওভারের বিশ্বকাপ খেলবেন? সকলের মনেই এই প্রশ্ন ঘোরাফেরা করছিল। রোহিত এ বিষয়ে কিছু না বললেও, কোহলি যে ২০২৭ পূর্বাভাস কিন্তু তেমনই। কোহলিকে সম্প্রতি এক ইভেন্টে প্রশ্ন করা হয় তাঁর পরবর্তী লক্ষ্য কী? সেই প্রশ্নের জবাবে কোহলি বলেন, 'পরবর্তী বড় লক্ষ্যটা সত্যি বলতে আমি জানি না। হয়তো পরবর্তী বিশ্বকাপ জেতার প্রচেষ্টা করা।'

 

 

গত বিশ্বকাপে ঐতিহাসিক কিছু মুহূর্ত উপহার দেন কোহলি। সচিন তেন্ডুলকরের শতরানের সর্বকালীন রেকর্ড তো তিনি ভাঙেনই, পাশাপাশি টুর্নামেন্ট সেরাও নির্বাচিত হন। ১১ ম্য়াচে ৯৫.৬২ গড়ে মোট ৭৬৫ রান করেছিলেন কোহলি। তিনটি শতরানের পাশাপাশি টুর্নামেন্টে ছয়টি হাফসেঞ্চুুরিও করেছিলেন তিনি। ২০২৭ সালেও কি এমনই কিছু দেখা যাবে? তা সময়ই বলবে। 

এরই মাঝে আজ আবার বিরাট কোহলিকে সই করার কথা ঘোষণা করে চারিদিকে তোলপাড় ফেলে দেয় বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজি সিডনি সিক্সার্স। সিক্সার্সের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ঘোষণা করা হয় যে ভারতীয় ক্রিকেট দলের মহাতারকা বিরাট কোহলি তাঁদের সঙ্গে দুই বছরের চুক্তি সই করেছেন। সিক্সার্সের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কোহলির ছবি দিয়ে লেখা হয়, 'কিং কোহলি! পরবর্তী দুই মরশুমের জন্য সরকারিভাবে বিরাট কোহলি একজন সিক্সার।' তবে বিষয়টা যে 'এপ্রিল ফুলস ডে'-তে সকলকে বোকা বানানোর জন্যই পোস্ট করা হয়েছে, সিক্সার্সের তরফে পরবর্তীতে জানিয়েও দেওয়া হয়।