নয়াদিল্লি: পরপর দুই লাল বলের সিরিজ়ে চূড়ান্ত হতাশাজনক ফলাফলের পর ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর সকলকে ঘরোয়া ক্রিকেট খেলারই পরামর্শ দিয়েছিলেন। সেই মতোই রঞ্জির (Ranji Trophy) এই লেগে মাঠে নামেন রোহিত শর্মা, ঋষভ পন্থ , শুভমন গিলরা । তবে বিরাট কোহলি (Virat Kohli) এখনও পর্যন্ত মাঠে নামেননি। কবে আবার রঞ্জিতে মাঠে নামতে দেখা যাবে কোহলিকে?
২০১২ সালের নভেম্বর মাসে শেষবার বিরাট কোহলি ঘরোয়া ক্রিকেটে কোনও ম্যাচ খেলেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত ক্রীড়াসূচির জন্য দীর্ঘদিন তাঁকে ঘরোয়া ক্রিকেটে খেলতে দেখা যায়নি। তবে দিল্লির রঞ্জি স্কোয়াড 'কিং কোহলি'-র নাম রয়েছে বটে। তাহলে বিরাটকে কবে খেলতে দেখা যাবে রঞ্জিতে?
রিপোর্ট অনুযায়ী ডিডিসিএ সভাপতি রোহন জেটলির সঙ্গে কথোপকথনের পরেই বিরাট রঞ্জি খেলতে রাজি হন। কোহলিকে আজ থেকে শুরু হওয়া সৌরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচেই খেলতে দেখা যাবে বলে অনেকে মনে করছিলেন। তবে ঘাড়ের চোটে কাবু কোহলি এই ম্যাচে মাঠে নামতে পারেননি। তবে যা খবর তিনি চোট সারিয়ে ফেলেছেন। সব ঠিকঠাক থাকলে ৩০ জানুয়ারি থেকে শুরু হতে চলা পরের রাউন্ডের ম্যাচে কোহলিকে দিল্লির হয়ে খেলতে দেখা হবে। সেই ম্যাচে দিল্লির প্রতিপক্ষ রেলওয়েজ়।
রাজকোটে দিল্লির বিরুদ্ধে মুখোমুখি হয়েছে সৌরাষ্ট্র। কোহলির অনুপস্থিতিতে এই ম্যাচের অন্যতম প্রধান আকর্ষণ ছিল রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) বনাম ঋষভ পন্থের (Rishabh Pant) দ্বৈরথ। পন্থ ব্যাট হাতে ম্যাচে চূড়ান্ত হতাশ করলেও, স্পিন ভেল্কিতে নজর কাড়লেন জাডেজা। তিনি পাঁচ পাঁচটি উইকেট নেন। দুই জাডেজার সুবাদেই সৌরাষ্ট্র দিল্লিকে প্রথম ইনিংসে মাত্র ১৮৮ রানে গুটিয়ে দেয়। ১৮ ওভার হাত ঘুরিয়ে এদিন জাডেজা ৭৭ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন। ধর্মেন্দ্র জাডেজার ঝুলিতে আসে তিনটি উইকেট।
তবে প্রথম সারির কোনও ভারতীয় তারকাই নিজেদের রঞ্জি প্রত্যাবর্তনে রান পেলেন না। ঋষভ পন্থ এক রানে ফেরেন। রোহিতকে জম্মু ও কাশ্মীর তিন রানে সাজঘরে ফেরায়। যশস্বী জয়সওয়ালের সংগ্রহ চার। শ্রেয়স আইয়ার ১১। আর পাঞ্জাবের হয়ে গিলের সংগ্রহ চার রান। অর্থাৎ ভারতীয় তারকারা যে সকলেই বড় রান করতে ব্যর্থ, তা কিন্তু বলাই বাহুল্য। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই সকল ব্যাটারই জাতীয় দলে সুযোগ পেয়েছেন। সেই বড় টুর্নামেন্টের আগে এহেন ফর্ম কিন্তু সত্যিই উদ্বেগজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: তাঁর বোলিংয়ে একে একে সাজঘরে ফিরলেন রোহিত, রাহানে, দুবেরা, কে এই ফাস্ট বোলার উমর নাজির?