মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে পরাজয় দিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় শুরু করেছে ভারতীয় দল (Indian Cricket Team)। আসন্ন শুক্রবার, ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে সিরিজ়ের দ্বিতীয় টেস্ট। এই দুই টেস্টের জন্যই ভারতীয় নির্বাচকরা প্রাথমিকভাবে দল ঘোষণা করেছিল। ব্যক্তিগত কারণে প্রথম দুই টেস্টে বিরাট কোহলি (Virat Kohli) খেলতে না পারলেও, আশা করা হয়েছিল সিরিজ়ের বাকি তিন টেস্টে কোহলিকে খেলতে দেখা যাবে। তবে ভারতের তারকা ব্যাটারের গোটা সিরিজ় খেলা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হল।
দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় দলে বেশ কিছু রদবদল ঘটে। চোটের কারণে কেএল রাহুল, রবীন্দ্র জাডেজা দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে যাওয়ায় ২৯ জানুয়ারি ভারতীয় নির্বাচকরা তাঁদের বদলি হিসাবে সরফরাজ খান, সৌরভ কুমার এবং ওয়াশিংটন সুন্দরের নাম ঘোষণা করেছে। তবে বাকি তিন টেস্টের জন্য দল ঘোষণা করা হয়নি। সূত্রের খবর অনুযায়ী, ৩০ জানুয়ারি, মঙ্গলবার নির্বাচকরা এক বৈঠকে বসছেন যেখানে বাকি তিন টেস্টর জন্য দল বাছাই করা হবে।
বিরাট কোহলির ঠিক কী কারণে প্রথম দুই টেস্টে খেলেননি, তা বিসিসিআইয়ের তরফে জানানো হয়নি। কোহলিকে এই সময় জল্পনা-কল্পনা থেকে দূরে রাখার জন্যও অনুরোধ করে ভারতীয় বোর্ড। এই সময়কালে সোশ্যাল মিডিয়া বা কোথাওই কোহলির দেখা মেলেনি। এক বিসিসিআই সূত্র দাবি করেন কোহলি এখনও বোর্ডের সঙ্গে যোগাযোগ করে তিনি মাঠে ফিরতে প্রস্তুত কি না সেই বিষয়ে কিছুই জানাননি। তাই বাকি তিন টেস্টেও তাঁর অংশগ্রহণ ঘিরে প্রবল অনিশ্চয়তা।
একদিকে যেখানে কোহলিকে নিয়ে অনিশ্চিয়তা, অন্যদিকে সেখানে খান পরিবারে উৎসবের আমেজ। দীর্ঘ পরিশ্রম ও ধারাবাহিক পারফরম্যান্সের পর অবশেষে ইংল্য়ান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন সরফরাজ খান। ছেলে ভারতীয় দলে ডাক পাওয়ায় উচ্ছ্বসতি সরফরাজের বাবা। তিনি এক ভিডিও বার্তায় বলেন, 'সবাই জানেন যে সরফরাজ জাতীয় দলে সুযোগ পেয়েছে। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন, যেখানে ও খেলে বড় হয়েছে। এছাড়া ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে নিজেকে তৈরি করেছে ও প্রতি মুহূর্তে। বোর্ড ও নির্বাচন কমিটিকেও আন্তরিক ধন্য়বাদ সরফরাজের ওপর বিশ্বাস রাখার জন্য। সমর্থকরাও সবসময় ওর পাশে ছিল। এটা দীর্ঘ পরিশ্রমের ফল। আমি আশাবাদী যে সরফরাজ সবার মান রাখবে। দেশের জার্সিতে পারফর্ম করে দলকে জেতাতে সাহায্য করবে।'
আরও পড়ুন: ''নিজেদের বিছানো জালেই যেন উল্টে না পড়তে হয়'', রোহিতদের সতর্কবার্তা হরভজনের