রাজকোট: বিরাট কোহলি (Virat Kohli) আর রেকর্ড যেন একেবারে সমার্থক হয়ে গিয়েছে। আজকাল কোহলির মাঠে নামা মানেই কোনও না কোনও রেকর্ডের ভাঙা-গড়া। বুধবার, ১৪ জানুয়ারিও তার অন্যথা হল না। রাজকোটে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডেতে (IND vs NZ) কোহলির ব্যাট থেকে রাজকীয় ইনিংস এল না বটে। তবে ইতিহাস গড়ে ফেললেন তিনি।

Continues below advertisement

আন্তর্জাতিক ওয়ান ডেতে নাগাড়ে পাঁচ ম্যাচে অর্ধশতরানের গণ্ডি পার করে এদিন মাঠে নেমেছিলেন বিরাট কোহলি। লিস্ট 'এ' ক্রিকেট ধরলে সেই সংখ্যাটা পৌঁছয় সাতে। টানা সাত ম্যাচে ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছিলেন ভারতীয় মহাতারকা। আশা ছিল রাজকোটেও সেই ফর্ম অব্যাহত রাখবেন তিনি। প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে নাগাড়ে ছয় ওয়ান ডে আন্তর্জাতিকে ৫০ রানের গণ্ডি পার করবেন। তেমনটা হল না।

বুধবার ক্রিশ্চিয়ান ক্লার্কের বলে মাত্র ২৩ রানেই বোল্ড হয়ে সাজঘরে ফিরতে হয় 'কিং কোহলি'-কে। তবে এই ২৩ রানের ইনিংসের মাধ্যমেই তিনি ইতিহাস গড়ে ফেললেন। সচিন তেন্ডুলকরকে পিছনে ফেললেন। কোন রেকর্ড ভাঙলেন বিরাট? নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডেতে ভারতীয় হিসাবে এই ম্য়াচেই সর্বাধিক রানের মালিক হয়ে গেলেন বিরাট কোহলি। 

Continues below advertisement

গত ম্যাচে বঢোদরায় অল্পের জন্য সচিনের রেকর্ড হাতছাড়া হয়েছিল কোহলির। ৯৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেই ইনিংসের সুবাদে কিউয়িদের বিপক্ষে কোহলি সচিনের সমান সংখ্যক রান করে ফেলেছিলেন। সচিনকে পিছনে ফেলে এগিয়ে যেতে রাজকোটে কোহলির মাত্র এক বল লাগল। ইনিংসের প্রথম বলে চার মেরেই দুরন্ত ছন্দে শুরুটা করেন বিরাট। সেই বাউন্ডারির সুবাদেই তিনি কিউয়িদের বিরুদ্ধে রানের নিরিখে সফলতম ভারতীয় ব্যাটার হয়ে গেলেন।

বিরাট ৩৫ ম্যাচে কিউয়িদের বিপক্ষে ১৭৭৩ রান করে ফেলেছেন। সচিনের সেখানে ৪২ ম্যাচে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ৪৬.৫০ গড়ে ১৭৫০ রান করেছিলেন। অবশ্য সর্বকালীন তালিকায় কোহলি এখনও খানিকটা পিছনে রয়েছেন। এই তালিকায় শীর্ষে রয়েছেন রিকি পন্টিং। তিনি নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডেতে ৫১ ম্যাচে ৪৫.৮৩ গড়ে মোট ১৯৭১ রান করেছিলেন।   

এই দিন বিরাট বড় ইনিংস না খেললেও অবশ্য তিনি কিন্তু ওয়ান ডেতে শীর্ষস্থান ফিরে পেলেন। আজই আইসিসি ব়্যাঙ্কিংয়ে ফের একবার এক নম্বর ওয়ান ডে ব্যাটার হয়ে গেলেন কোহলি। ভারতীয় সমর্থকরা আশা করবেন ব্যাট হাতে কোহলি যেন পরের ম্যাচে ফের একবার বড় রানের ইনিংস খেলেন।