IND vs BAN: ছন্দে ফিরলেন, বাংলাদেশের বিরুদ্ধে খেলার পথে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে গড়লেন 'বিরাট' রেকর্ডও

Virat Kohli Record: অ্যান্টিগায় আয়োজিত ম্য়াচে চারটি বড় বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকান কোহলি। ১৩২.১৪ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন এই ম্য়াচে তিনি

Continues below advertisement

অ্যান্টিগা: টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ছন্দে ফিরলেন বিরাট কোহলি। আবার রেকর্ডও গড়লেন। যেই রেকর্ড বিশ্বের আর কোনও ব্যাটারের নেই। বাংলাদেশের বিরুদ্ধে ম্য়াচে ২৮ বলে ৩৭ রানের ইনিংস খেলেন কিং কোহলি। আর তা করার পথেই টি-টোয়েন্টি ও ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চ মিলিয়ে  তিন হাজার রান পূরণ করে ফেললেন প্রাক্তন ভারত অধিনায়ক। তিনিই বিশ্বের এক মাত্র ব্যাটার যিনি ওয়ান ডে ও টি-টোয়েন্টি দুটো বিশ্বকাপের আসরে খেলতে নেমে মোট তিন হাজার বা তার বেশি রান করলেন কোহলি। 

Continues below advertisement

অ্যান্টিগায় আয়োজিত ম্য়াচে চারটি বড় বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকান কোহলি। ১৩২.১৪ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন এই ম্য়াচে তিনি। বিরাট কোহলি টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বাধিক রান সংগ্রহকারী। এখনও পর্যন্ত ৩২ ম্য়াচে ৩০ ইনিংস খেলে ১২০৭ রান করেছেন। ৬৩.৫২ গড়ে ব্যাটিং করেছেন কিং কোহলি। স্ট্রাইক রেট ১৩০-র কাছাকাছি। ১১ বার অপরাজিত ছিলেন বিরাট। ১৪টি অর্ধশতরান হাঁকিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ৮৯। ২০১৪ ও ২০১৬ টুর্নামেন্টে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টও হয়েছিলেন বিরাট।

ওয়ান ডে বিশ্বকাপেও নজরকাড়া পারফরম্য়ান্স রয়েছে কোহলির। ৩৭ ম্য়াচে ৩৭ ইনিংস খেলতে নেমে এখনও পর্যন্ত ৫০ ওভারের ফর্ম্যাটের বিশ্বকাপে ১৭৯৫ রান করেছেন কোহলি। ৫৯.৮৩ গড়ে ব্যাটিং করেছেন বিরাট। পাঁচটি সেঞ্চুরি ঝুলিতে পুরেছেন। রয়েছে ১২টি অর্ধশতরানও। ১১৭ রান ব্যক্তিগত সর্বোচ্চ কোহলির। ২০২৩ বিশ্বকাপের মঞ্চে ৭৬৫ রান করেছিলেন বিরাট। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টও হয়েছেন তিনি। ১১ ম্য়াচে তাঁর ব্যাটিং গড় ছিল ৯৫ রানের। দুটো ফর্ম্যাটের বিশ্বকাপ মিলিয়ে মোট ৬৯ ম্য়াচ খেলে ৩০০২ রান করেছেন বিরাট। 

এদিনের ম্য়াচে বাংলাদেশ টস জিতে প্রথমে ফিল্ডিং নেয়। ব্যাট করতে নেম নির্ধারিত ২০ ওভারে ভারত ১৯৬ রান বোর্ডে তুলে নিয়েছিল। রোহিত শর্মা ব়ান না পেলেও অর্ধশতরানের ইনিংস খেলেন হার্দিক পাণ্ড্য। ২৭ বলে ৫০ রানের ইনিংস খেলেন তিনি। ২৪ বলে ৩৪ রানের ইনিংস খেলেন শিবম দুবে। রান তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রানের বেশি বোর্ডে তুলতে পারেনি বাংলাদেশ। ৩২ বলে ৪০ রান করেন নাজমুল হোসেন শান্ত। ভারতের সবচেয়ে সফল বোলার যশপ্রীত বুমরা। ৪ ওভারের স্পেলে ১৩ রান খরচ করে ২ উইকেট নেন তিনি। অর্শদীপও ২ উইকেট নেন। সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ভারত।

Continues below advertisement
Sponsored Links by Taboola