লন্ডন: বর্তমানে রমরমিয়ে চলছে এশিয়া কাপ। মহাদেশের সেরা হওয়ার টুর্নামেন্টে আর কয়েক ঘণ্টা পরেই ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। বহুদিন পর রোহিত শর্মা ও বিরাট কোহলি (Virat Kohli), ভারতীয় ক্রিকেটের (Indian Cricket Team) দুই মহাতারকাকে ছাড়াই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। তবে সেই ম্যাচে খেলছেন না তো কী, কোহলি কিন্তু জোরকদমে নিজের প্রস্তুতি সারছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে দুই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। কেবল ওয়ান ডেতেই খেলবেন তিনি। সেই কারণেই আইপিএলের পর দীর্ঘ সময় প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে রয়েছেন কোহলি। তবে সামনের মাসেই অবশেষে আইপিএলের জয়ের পর ফের একবার ব্যাট, প্যাডে কোহলিকে ২২ গজ মাতাতে দেখা যাবে। ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ় খেলবে ভারত। সেই সিরিজ়ে কোহলি ও রোহিত, উভয়কেই দেখা যাবে বলে শোনা যাচ্ছে। সেই সিরিজ়ের আগেই নিজের প্রস্তুতি সেরে নিচ্ছেন বিরাট কোহলি।

বর্তমানে স্ত্রী অনুষ্কা শর্মা ও দুই সন্তানের সঙ্গে লন্ডনেই থাকেন বিরাট কোহলি। সেখানেই তিনি নিজের ফিটনেস পরীক্ষাও দিয়েছেন বলে খবর। লন্ডনে 'হোম অফ ক্রিকেট' লর্ডসেই বিরাট সেই পরীক্ষা দিয়েছেন বলে দাবি করা হচ্ছে। ঐতিহাসিক সেই স্টেডিয়ামেই গত মাসেও একাধিকবার কোহলিকে অনুশীলন করতে দেখা গিয়েছিল। ফের একবার নিজের প্রস্তুতি ও ফিটনেস বজায় রাখতে লর্ডসে অনুশীলন সেশন সারলেন 'কিং কোহলি'।

দেশ হোক বা বিদেশ, কোহলির অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তাই কোহলি অনুশীলন করবেন আর তার ছবি বা ভিডিও কিছুই সোশ্যাল মিডিয়ায় ছড়াবে না, এমনটা কার্যত অসম্ভব। এর আগেও একাধিক ব্যক্তিকে কোহলির সঙ্গে নিজেদের ছবি শেয়ার করতে দেখা গিয়েছে। এবার এক নেট বোলারের সঙ্গে কোহলির ছবি সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে। দুইজনেই বেশ হাসিমুখে ফ্রেমবন্দি হয়েছেন।

 

প্রসঙ্গত, এরই মাঝে আবার সুনীল ছেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন বিরাট কোহলি তাঁকে লন্ডন থেকে নিজের ফিটনেসের স্কোর জানিয়েছেন। এর জেরেই শুরু হয়েছে বিতর্ক। কোহলি সুনীল ছেত্রীক সত্যিই নিজের ফিটনেস স্কোর জানিয়ে থাকলে, তাঁর শাস্তি হলেও হতে পারে। ভারতীয় বোর্ডের নিয়ম অনুযায়ী কাউকেই ফিটনেস স্কোর জানানো যায় না। সেক্ষেত্রে কোহলি এমনটি করে থাকলে তাঁর জরিমানা থেকে নির্বাসন পর্যন্ত হতে পারে। তবে তেমনটা আদৌ হবে কি না, সেই নিয়ে সংশয় রয়েছে বটে।