দুবাই: বর্তমান বিশ্বের সবথেকে ফিট ক্রিকেটারদের বিষয়ে আলোচনা করা হলে সর্বপ্রথম যে তারকাদের নাম উঠে আসবে, তাঁদের মধ্যে একবারে প্রথম সারিতে থাকবে বিরাট কোহলির (Virat Kohli) নাম। অনেকেই বিরাট কোহলিকেই ভারতীয় ক্রিকেটে ফিটনেসের পরিভাষা বদলে দেওয়ার জন্য কৃতিত্ব দেন। সেই কোহলির মুখেই পাকিস্তান ম্যাচ (IND vs PAK) শেষে এ কী কথা!


পেটাই চেহারা, সিক্স প্যাক অ্যাবস, বিরাট কোহলির বিষয়ে কথা হলে এই ছবিগুলিই মাথায় ঘোরাফেরা করে। তবে ফিট কোহলিও নাকি বুড়ো হয়ে গিয়েছেন। অন্তত এমনই আভাস দিচ্ছেন তিনি নিজেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) পাকিস্তানের বিরুদ্ধে দুবাইয়ে দুরন্ত সেঞ্চুরির পর ম্যাচ সেরার পুরস্কার দেওয়া হয় কোহলিকে। ১১১ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেন কোহলি। ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন কোহলি।


পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচের পর অবশ্য দীর্ঘদিনের অপেক্ষা। সঠিকভাবে বলতে গেলে এক সপ্তাহ। ঠিক এক সপ্তাহ পরেই, রবিবার, ২ ফেব্রুয়ারি নিজেদের শেষ গ্রুপ পর্বের ম্যাচে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। কোহলিকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, 'সত্যি বলতে ৩৬ বছর বয়সে এই বিরতিটা বেশ ভালই লাগে। বেশ কয়েকদিন পায়ের ওপর পা তুলে একটু আরাম করতে পারব। এই বিষয়ে মাঠে নিজের সবটা উজাড় করে দিতে বেশ খাটা খাটনিই হয় বটে।'


এই কথাটা আর পাঁচজন সাধারণ ক্রিকেটার বললে তেমন কোনও বড় বিষয় ছিল না। তবে ফিটনেসের রোল মডেল হিসাবে পরিচিত কোহলির মুখ থেকে এহেন কথাই সকলকে খানিকটা বিস্মিত করেছে। প্রসঙ্গত, এই ম্যাচের আগে বেশ সমালোচনারই শিকার হচ্ছিলেন বিরাট। তবে মুখে নয়, ব্যাটেই সব সমালোচনার জবাব দেন কোহলি। 


ম্যাচের শেষে অনবদ্য সেঞ্চুরির পর তিনি বলছেন, 'সত্যি কথা বলতে কী, গুরুত্বপূর্ণ এরকম ম্যাচে এভাবে ব্যাট করে দলের যোগ্যতা অর্জনে অবদান রাখতে পারলে ভাল লাগে। রোহিত দ্রুত আউট হয়ে গিয়েছে, এরকম ম্যাচে রান পেলে ভাল অনুভূতি হয়। আগের ম্যাচ থেকে কী শিখেছি, সেটা গুরুত্বপূর্ণ। আমার কাজ ছিল স্পিনারদের বিরুদ্ধে অতিরিক্ত ঝুঁকি না নিয়ে মাঝের ওভারগুলো নিয়ন্ত্রণ করা। শেষের দিকে শ্রেয়স আগ্রাসী ব্যাটিং করল। আমিও কয়েকটা বাউন্ডারি পেয়ে গেলাম।'


আরও পড়ুন: একই দিনে সচিন, পন্টিংকে পিছনে ফেললেন কোহলি, পাকিস্তান ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন বিরাট