মুম্বই: ভারত-পাক সাম্প্রতিক পরিস্থিতির জন্য আইপিএল বন্ধ হওয়ার পর প্রথমবার মুখ খুলেছিলেন বিরাট কোহলি। তিনি জানিয়েছিলেন যে দেশের আগে কোনও আইপিএল হতে পারে না। এই সময়ে দাঁড়িয়ে আইপিএল বন্ধ করা যদি উচিৎ হয়, তবে সেটাই করা উচিৎ। অপারেশন সিঁদুরের পরও ভারতীয় সেনাবাহিনীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন ভারতের ক্রীড়াবিদরা। এবার দেশের সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে এবার সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করলেন গৌতম গম্ভীর, রোহিত শর্মা, বিরাট কোহলিরা।

নিজের সোশ্য়াল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ ও প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর বরাবরই দেশের সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাশীল। এর আগেও তিনি জানিয়েছিলেন যে ক্রিকেটার না হলে আর্মিতে যাওয়ার ইচ্ছে ছিল তাঁর ছোটবেলায়। নিজের সোশ্য়াল মিডিয়ায় 'অপারেশন সিঁদুর'-র ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ''জয় হিন্দ''। 

রোহিত শর্মাও নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ''প্রতিটা সিদ্ধান্ত। প্রতিটা পদক্ষেপ যা নেওয়া হচ্ছে, তাতে আমি আমাদের দেশের সেনাবাহিনী, ফোর্স, নৌ সেনার প্রতি গর্ব অনুভব করছি। আমাদের দেশের যোদ্ধারা সবাই লড়াই করছেন মাথা উঁচু করে আমাদের সুরক্ষার জন্য। এখন প্রত্যেক ভারতবাসীর দায়িত্ব হলো ফেক নিউজ ছড়ানো থেকে বিরত থাকা। সবাই নিরাপদে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভাল থাকুন।''

 

বিরাট কোহলি নিজের সোশ্য়াল মিডিয়ায় লিখেছেন, ''এই কঠিন সময়ে সুরক্ষা দেওয়ার জন্য আমরা দেশের সশস্ত্র বাহিনীর পাশে রয়েছি, তাঁদের স্যালুট জানাই। নিজের এবং নিজেদের পরিবারের স্বার্থকে ত্যাগ করে তাঁরা যে সাহসিকতা দেখিয়েছেন, সে জন্য আমরা সর্বদা কৃতজ্ঞ। জয় হিন্দ।''

 

পাক হামলার প্রত্যাঘাত ভারতের। পাকিস্তানের একাধিক সেনাঘাঁটিতে প্রত্যাঘাত ভারতের। পাকিস্তানের ৫টি এয়ারবেস ভারতের প্রত্যাঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা এয়ারবেসে সকালে বিস্ফোরণের শব্দ। ব্য়াপক ক্ষতিগ্রস্ত হয়েছে রাওয়ালপিন্ডিতে নুর খান এয়ারবেস। চাকওয়ালের মুরিদ, শোরকোটের রফিকি, সিন্ধ প্রদেশের সুক্কুর এয়ারবেসেও আগুন জ্বলছে।