লাহোর: ২০২০ সালের পর থেকে আর পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলতে দেখা যায়নি ওয়াহাব রিয়াজকে (Wahab Riaz)। অবশ্য তিনি এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেননি। বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছেন তিনি। এরই মাঝে পঞ্জাব প্রদেশের দায়িত্বপ্রাপ্ত ক্রীড়ামন্ত্রী (Caretaker Sports Minister) নির্বাচিত হলেন ওয়াহাব।
দায়িত্বপ্রাপ্ত ক্রীড়ামন্ত্রী
৩৭ বছর বয়সি ওয়াহাব পাকিস্তানের হয়ে ২৭টি টেস্ট, ৯২টি ওয়ান ডে এবং ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিনি পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির হয়েও খেলেন। এখনও সক্রিয়ভাবে ক্রিকেট খেলা চালিয়ে গেলেও, এরই মাঝে রাজনীতিতে প্রবেশ করলেন ওয়াহাব। তবে ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেলেও বাঁ-হাতি ফাস্ট বোলার ওয়াহাবের খেলা চালিয়ে যেতে কিন্তু কোনও বাধা নেই।
তিনি সম্ভবত বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলে দেশে ফিরলেই ক্রীড়ামন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন। শুক্রবারই ওয়াহাবের ক্রীড়ামন্ত্রীর হওয়ার খবরটি জানান মহসিন নখবি। তিন, চার মাসের মধ্যেই পঞ্জাব প্রদেশের নির্বাচন হবে। ততদিন পর্যন্তই ওয়াহাব ক্রীড়মন্ত্রীর দায়িত্বে থাকতে পারেন বলে খবর। ওয়াহাব কিন্তু প্রথম নন, এর আগেও বহু পাক ক্রিকেটার রাজনীতির ময়দানে নেমেছেন। ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। ৯০-র দশকে সরফরাজ নওয়াজও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
পিচ নিয়ে ক্ষোভ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে রাঁচিতে ২১ রানে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে (IND vs NZ 1st T20) পরাজিত হয়েছে ভারতীয় দল। বল ও ব্যাট হাতে ভারতের হয়ে কার্যত একাই লড়েছেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। ম্যাচ শেষে সেই কথা মনে করিয়ে দিতে ভোলেননি ভারতীয় অধিনায়ক হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। পাশাপাশি পরাজয়ের পর রাঁচির পিচ নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন হার্দিক।
ম্যাচের পর ওয়াশিংটনের প্রশংসায় পঞ্চমুখ হার্দিক বলেন, 'যেভাবে ওয়াশিংটন বল, ব্যাট ও ফিল্ডিং, তাতে মনে হচ্ছিল ভারত বনাম নিউজিল্য়ান্ড ম্যাচ হচ্ছে না, ওয়াশিংটন একাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলছে। ও আর অক্ষর যদি এভাবেই পারফর্ম করতে থাকে, তাহলে তা ভারতীয় ক্রিকেটের জন্য দারুণ খবর।' এই পরাজয়ের জন্য পিচকে দুষে তিনি বলেন, 'কেউ বুঝতে পারেনি যে এই পিচটা এমন হবে। দুই দলের কেউই বুঝতে পারেনি যে পিচ এমন খেলবে। তবে নিউজিল্যান্ড ভাল ক্রিকেট খেলেছে। নতুন বল তো পুরনো বলের থেকেও বেশি ঘুরছিল। যেভাবে বল ঘুরছিল তা আমাদের সকলকেই অবাক করে দেয়।'
আরও পড়ুন: একাদশে সুযোগ পাননি ফর্মে থাকা পৃথ্বী, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন ভক্তরা