পুণে: প্রথম দিনের খেলাশেষ। পুণেতে বৃহস্পতিবার হাড্ডাহাড্ডি ৯০ ওভারের লড়াই শেষে ভারতীয় দল আপাততে যে একটু এগিয়ে, তা বলাই বাহুল্য। সৌজন্যে অবশ্যই ওয়াশিংটন সুন্দরের (Washinton Sundar) স্পিন ভেল্কি। দ্বিতীয় টেস্টের (IND vs NZ 2nd Test) প্রথম ইনিংসে নিউজ়িল্যান্ডের ২৫৯ রানের জবাবে ব্যাট করতে নেমে দিনশেষে টিম ইন্ডিয়ার স্কোর ১৬। তবে দুর্ভাগ্যবশত অধিনায়ক রোহিত শর্মার উইকেট খোয়াতে হয়েছে টিম ইন্ডিয়াকে। আপাতত ভারতীয় দল ২৪৩ রান পিছিয়ে রয়েছে।
প্রথম টেস্টে পরাজয়ের পরেই ভারতীয় দলে ডাক পেয়েছিলেন সুন্দর। পুণেতে ভারতীয় একাদশে কুলদীপের জায়গায় তৃতীয় স্পিনার হিসাবে সুযোগও পেয়ে যান তিনি। ১৩২৯ গিন পর জাতীয় দলের হয়ে লাল বলের ক্রিকেটে মাঠে নেমেই প্রতিপক্ষকে কুপোকাত করেন ওয়াশিংটন। তাঁর ৫৯ রানের বিনিময়ে সাত উইকেটের সুবাদেই নিউজ়িল্যান্ডকে ৩০০ রানের নীচে বেঁধে রাখা সম্ভব হল।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ভারতকে একটু হলেও বেসামাল করে দিয়েছিল নিউজ়িল্যান্ড। টম ল্যাথাম ও উইল ইয়ং খুব বড় রান না পেলেও, শুরুটা মন্দ করেনি নিউজ়িল্যান্ড। ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্র, দুইজনেই অর্ধশতরান হাঁকান। দুইজনেই বেশ জমাটি পার্টনারশিপও গড়েন। সেই পার্টনারশিপ ভেঙে তৃতীয় সাফল্যটি পান অশ্বিন। এরপরে পুরোটাই 'সুন্দর কাহিনি'।
সুন্দরের ভেল্কিতে একে একে ড্যারেল মিচেল, রবীন্দ্র, গ্লেন ফিলিপ্সরা সাজঘরে ফিরে যান। মিচেল স্যান্টনার শেষের দিকে একটু লড়াই করেন বটে, না হলে তো ১৯৭ রানে তিন উইকেট থেকে ব্যাটিং ধসে কিউয়িদের ২৫০ রানের গণ্ডি পার করাই চাপের হয়ে গিয়েছিল। ২৫৯ রানে শেষ মেশ সমাপ্ত হয় কিউয়ি ইনিংস। ভারতের মাটিতে রেকর্ড, এক ইনিংসে পাঁচ ব্যাটারকে বোল্ড করেন সুন্দর।
জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় দল শুরুটা ভাল করেনি। অধিনায়ক রোহিত শর্মা টিম সাউদির অনবদ্য বোলিংয়ে খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। এই নিয়ে টেস্টে ১৪ নম্বর বার সাউদির বলে সাজঘরে ফিরতে হল রোহিতকে। ভারতীয় অধিনায়ক এর থেকে অধিকবার আউট করার কৃতিত্ব আর কারুর নেই। তবে শুভমন গিল ও যশস্বী নিশ্চিত করেন ভারত যাতে দিনশেষের আগে আর কোনও উইকেট না হারায়। কাল দুই তরুণ তুর্কির সামনে কিন্তু বেশ বড় চ্যালেঞ্জ। ভারতীয় দলের ব্যাটাররা কী করেন, সেটাই দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: জয়ের হ্যাটট্রিক ভারতের, সেমিফাইনালে তিলক-অভিষেকদের প্রতিপক্ষ কারা?