পুণে: ডেভন কনওয়েকে ফিরিয়েও স্বস্তি নেই তখন ভারতের (Team India)। ৩ উইকেট হারিয়ে দুশো ছুঁই ছুঁই স্কোর তুলে ফেলেছে নিউজ়িল্যান্ড (India vs NewZealand)।  সবচেয়ে আতঙ্ক তৈরি হয়েছিল কারণ, ক্রিজে সেট হয়ে গিয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেলেছিলেন রাচিন রবীন্দ্র (Rachin Ravindra)। যিনি বেঙ্গালুরুতে প্রথম টেস্টেও ব্যাট হাতে ভারতকে নাকানিচোবানি খাইয়েছিলেন। আলোচনা শুরু হয়ে গিয়েছিল, পুণেতেও কি রাচিন কাঁটায় বিদ্ধ হবে ভারত?


কিন্তু টেস্ট ম্যাচের রং যে কত দ্রুত পাল্টে যেতে পারে, ফের তা প্রমাণ হয়ে গেল বৃহস্পতিবার। পরপর ২ ওভারে ২ উইকেট তুলে নিয়ে নিউজ়িল্যান্ড ইনিংসকে জোরাল ধাক্কা দিলেন অফস্পিনার ওয়াশিংটন সুন্দর। কুলদীপ যাদবকে বাদ দিয়ে যাঁকে পুণে টেস্টে সুযোগ দেওয়া হয়েছে। ব্যাট হাতে দলকে ভরসা দিতে পারেন বলেই সম্ভবত একাদশে বাছা হয়েছে সুন্দরকে। ব্যাটে কী করবেন সুন্দর, সময় বলবে, তবে কিউয়ি ইনিংসের ষাটতম ও বাষট্টিতম ওভারে বল হাতে ম্যাচের মোড় ঘোরালেন তামিলনাড়ুর স্পিনার। 


আরও পড়ুন: কোহলির ব্যাটিং-ভিডিও দেখে অস্ট্রেলিয়ায় বোলারদের শাসনের প্রস্তুতি নিচ্ছেন বাংলার ক্রিকেটার


এবং ফেরালেন নিউজ়িল্যান্ডের সবচেয়ে ফর্মে থাকা ব্যাটার রাচিন রবীন্দ্রকে। সঙ্গে উইকেটকিপার টম ব্লান্ডেলকে। চা পানের বিরতিতে নিউজ়িল্যান্ডের স্কোর ২০১/৫।            


 






ওয়াশিংটন সুন্দরকে খেলানো নিয়েই ছিল অনিশ্চয়তা। কারণ, আগের ম্যাচে তিন স্পিনার হিসাবে খেলানো হয়েছিল আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা ও কুলদীপ যাদবকে। দেশের মাটিতে টেস্ট দলে অফস্পিনার অশ্বিন একাদশে কার্যত খেলবেনই। তাঁর সঙ্গে দ্বিতীয় অফস্পিনার হিসাবে ওয়াশিংটনকে খেলানো নিয়ে ধন্দ ছিল। তবে ব্যাটের হাত ভাল বলে তাঁকে একাদশে রাখা হয়। বল হাতে সেই আস্থার মর্যাদা দিচ্ছেন সুন্দর।                         


আরও পড়ুন: বায়ার্নকে ৪-১ গোলে বিধ্বস্ত করল বার্সেলোনা, চ্যাম্পিয়ন্স লিগে জয় ম্যান সিটি, লিভারপুলের


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।