মেলবোর্ন: ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বিরাট হার পাকিস্তানের (Australia vs Pakistan)। ৯৯ বল বাকি থাকতে পাকিস্তানের রান তাড়া করে দিল অস্ট্রেলিয়া। তবে ম্যাচের মধ্যে ক্রিকেট ছাপিয়ে উঠে এল একটি বিতর্কিত ঘটনা। ধারাভাষ্যের ফাঁকে পাকিস্তানের ক্রিকেটার কামরান গুলামকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন সে দেশেরই কিংবদন্তি ওয়াসিম আক্রম। তাল মেলালেন মাইকেল ভন, অ্যাডাম গিলক্রিস্টরা।


অস্ট্রেলিয়া সফরে গিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। সেখানে দুই দলের মধ্যে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ চলছে। সিরিজের প্রথম ম্যাচটি ছিল বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। সেই ম্যাচে ধারাভাষ্য দিচ্ছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম। ধারাভাষ্যের ফাঁকেই নিজের দেশের ক্রিকেটারকে নিয়ে মজা করেন কিংবদন্তি পেসার। যদিও সেই মজা অনেকেরই ভাল লাগেনি। অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট এবং প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল ভনও সেই মজাতে অংশগ্রহণ করেন। পুরো ব্যাপারটা নিয়েই বিতর্ক।            


ঠিক কী বলেছেন আক্রম-ভন-গিলক্রিস্টরা? পুরো বিষয়টি পাক ক্রিকেটার কামরান গুলামের সঙ্গে সম্পর্কিত। পাকিস্তানের ক্রিকেটার কামরান গুলামরা ১২ ভাই ও ৪ বোনের পরিবার থেকে এসেছেন। ধারাভাষ্য দিতে গিয়ে ওয়াসিম আক্রম সেটাকেই কটাক্ষ করেন। বলেন, 'কামরান গুলাম বড় পরিবার থেকে এসেছে। ও মোট ১২টি ভাই এবং চার বোনের মধ্যে ১১ নম্বর।' যার পরে মাইকেল ভন বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, '১৬ সন্তান। বাহ! তাদের মধ্যে বয়সের পার্থক্য কী হবে? এটা বেশ আকর্ষণীয় তো।'                  


এবার এই কথোপকথনে অংশ নেন গিলক্রিস্ট। প্রাক্তন অজি তারকা অত্যন্ত বিতর্কিত মন্তব্য করে বসেন। গুলামের পরিবারকে নিয়ে মজা করতে গিয়ে গিলক্রিস্ট বলেন, 'এটা তো পাকিস্তানের নির্বাচন কমিটি।'                


আরও পড়ুন: মেয়ের জন্মদিনে মহৎ উদ্যোগ সৌরভের, জঙ্গলমহলের দুঃস্থ মানুষের দিকে বাড়ালেন সাহায্যের হাত



ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হন কামরান গুলাম। ৬ বলে মাত্র ৫ রান করে ফেরেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স তাঁকে আউট করেন।                


আরও পড়ুন: দেশের মাটিতে রোহিত-কোহলিদের বিপর্যয়ের নেপথ্যে হুগলির এক বাঙালি!


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।