লন্ডন: তাঁর গ্যারাজে দামি, বিলাসবহুল গাড়ির ভিড়। শোন যায়, ব্যক্তিগত প্লেনও রয়েছে। সেই বিরাট কোহলি (Virat Kohli) কি না এবার যাতায়াত করছেন লোকাল ট্রেনে! 


বিরাটের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে দৃশ্যটি ভারতের নয়। ভারতে লোকাল ট্রেনে কোহলি উঠলে অবধারিতভাবে তিনি জনস্রোতে ভেসে যাবেন। তাঁর সুরক্ষা নিয়েই উঠে যাবে প্রশ্ন।


আপাতত লন্ডনে রয়েছেন কোহলি। সেখানে তিনি বাড়িও কিনেছেন। টি-২০ বিশ্বকাপের পরই যিনি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তবে খেলবেন আইপিএলে। টি-২০ বিশ্বকাপের পরই শ্রীলঙ্কা সফরে গিয়েছিল ভারতীয় দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ ও ওয়ান ডে সিরিজ খেলে ভারত। টি-২০ সিরিজে দেখা যায়নি কোহলিকে। তবে ওয়ান ডে সিরিজের দলে ফেরেন। যদিও সেই সিরিজে হেরে যায় কোহলি, রোহিত শর্মা সমৃদ্ধ দল।


 






শ্রীলঙ্কা সিরিজ শেষ হওয়ার পর ফের লন্ডনে ছুটি কাটাতে গিয়েছেন কোহলি। শুক্রবার তাঁর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে দেখা যাচ্ছে, লন্ডনে লোকাল ট্রেন ধরছেন কোহলি। একেবারে সাধারণ যাত্রীদের মতো।           


সদ্য আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বছর সম্পূর্ণ করেছেন কিংগ কোহলি। লন্ডন তাঁর অত্যন্ত প্রিয় শহর। তিনি নিজেও জানিয়েছিলেন যে, ছুটি পেলে লন্ডনে কাটাতে তাঁর বেশ লাগে।           


 






শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠের সময়টা ভাল যায়নি কোহলির। তিন ম্যাচে মাত্র ৫৮ রান করেন তিনি। তবে মাঠের বাইরে বেশ খোশমেজাজেই রয়েছেন কোহলি। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলবে ভারত। সেই সিরিজে নিজের সেরাটা দিতে চান কোহলি। যিনি বরাবরই টেস্ট ক্রিকেটকে আলাদা গুরুত্ব দিয়ে এসেছেন।                         


আরও পড়ুন: শ্রীলঙ্কা থেকে জোড়া পদক, ফের দেশকে গর্বের মুহূর্ত উপহার দিলেন বঙ্গকন্যা সুস্মিতা