মুম্বই: গতবার টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) রানার্স আপ (Runners Up) হতে হয়েছিল। অল্পের জন্য কাপ জেতা হয়নি। চলতি বছরে ফের একবার টি-টােয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) নামতে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Womens Cricket Team)। নিজেদের ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে টুর্নামেন্টে নামতে চলেছে হরমনপ্রীত বাহিনী।


দক্ষিণ আফ্রিকার মাটিতে এবারের মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে। সেখানে গ্রুপ বি-তে রয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেই গ্রুপে রয়েছে ইংল্যান্ড, আয়ারল্য়ান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। আগামী ১২ ফেব্রুয়ারি কেপটাউনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। তার আগে দলের ক্যাপ্টেন হরমনপ্রীত বলছেন, ''আমরা বেশি চিন্তাভাবনা করছি না। আমরা শুধু এটুকুই দেখছি যে কোন কোন বিষয়গুলোয় আরও উন্নতি করতে হবে।''


এই নিয়ে তৃতীয়বার মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দিচ্ছেন হরমনপ্রীত কৌর। তিনি আরও বলেন, ''আমরা একসঙ্গে দল হিসেবে বিভিন্ন জায়গায় সফর করে থাকি। সম্প্রতি ব্যাঙ্গালোরে আমরা একটা শিবির করেছিলাম। সেখানে অনুশীলন চলছে আমাদের।''


দ্রাবিড়ের দরাজ সার্টিফিকেট


হমারি ছোরিয়া ছোরো সে কম হ্যায় কে?... গতকালের পর থেকে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দঙ্গল ছবির এই সংলাপটি বারবার দেখা যাচ্ছে। যার মূলে অনূর্ধ্ব ১৯ ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথমবারের মত অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হয়েছিল। আর সেখানেই ফাইনালে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে দেয়। শেফালি ভার্মার নেতৃত্ব বিশ্বচ্যাম্পিয়ন হয় অনূর্ধ্ব ১৯ ভারতীয় মহিলা ক্রিকেট দল। আর এবার রাহুল দ্রাবিড়ের দরাজ সার্টিফিকেট পেয়ে গেলেন ভারতের মেয়েরা। 


বিসিসিআইয়ের তরফে একটি ভিডিও বার্তা পোস্ট করা হয়েছে। সেখানে দ্রাবিড় শুভেচ্ছাবার্তায় জানিয়েছেন, ''দিনটি মনে রাখার মত একটা দিন। আমি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্যাপ্টেনকে কিছু বলতে বলব।'' সেই সময় ভারতীয় ক্রিকেট দলের সদস্যরাও ছিলেন দ্রাবিড়ের সঙ্গে। সেখানে উপস্থিত ছিলেন পৃথ্বী শ। ২০১৮ সালে যার নেতৃত্বে অনূর্ধ্ব ১৮ বিশ্বকাপ জেতে ভারতীয় দল। সেই দলের কোচ ছিলেন দ্রাবিড়। 


ম্যাচের শুরুতেই ভারতীয় বোলারদের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬৮ রানে অল আউট হয়ে যায় ইংল্য়ান্ডর অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট দল। জবাবে ব্য়াট করতে নেমে ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় শেফালি ব্রিগেড।