লখনউ: কঠিন পিচ। অল্প রানের লক্ষ্যমাত্রা। কিন্তু তাতেও কঠিন লড়াইের মুখে পড়তে হল ভারতকে। কিন্তু শেষ পর্যন্ত কিউয়িদের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিতে সিরিজে সমতা ফেরাল হার্দিক বাহিনী। শেষ ওভারে ১ বল বাকি থাকতে বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ জেতান সূর্যকুমার যাদব। এই জয়ের সঙ্গে সঙ্গেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফেরাল টিম ইন্ডিয়া। 


এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। কিন্তু অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামের কঠিন পিচ ও ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সুবাদে মাত্র ৯৯ রানে শেষ হয়ে যায় কিউয়িদের ইনিংস। সর্বোচ্চ ১৯ রান করে স্যান্টনার নিজে। ১৪ রান করেন চাপম্যান ও ব্রেসওয়েল। ভারতীয় বোলারদের মধ্যে ২ উইকেট নেন অর্শদীপ সিংহ। ১টি করে উইকেট পান হার্দিক, চাহাল, সুন্দর, হুডা, কুলদীপ। 


জবাবে ব্যাট করতে নেমে ঈশান কিষাণে ও শুভমন গিল ভালই শুরু করেছিলেন। কিন্তু ব্যক্তিগত ১১ রানের মাথায় শুভমন আউট হতেই রানের গতি কমে যায়। রাহুল ত্রিপাঠির সঙ্গে একটা পার্টনারশিপ গড়ার চেষ্টা করছিলেন ঈশান কিষাণ। কিন্তু ভুল বোঝাবুঝিতে রান আউট হতে হয় তাঁকে। এরপর ত্রিপাঠি নিজেও ফেরেন ১৩ রান করে। সূর্যকুমার যাদব ক্রিজে ছিলেন যদিও। শেষ পর্যন্ত হার্দিক পাণ্ড্যর সঙ্গে জুটি বেঁধে দলকে জিতিয়ে মাঠে ছাড়েন এই মুহূর্তে টি-টোয়েন্টি ফর্ম্যাটে বিশ্বের ১ নম্বর ব্যাটার। 


বিশ্বজয় শেফালিদের


ইংল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ভারতের। ম্যাচের শুরুতেই ভারতীয় বোলারদের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬৮ রানে অল আউট হয়ে যায় ইংল্য়ান্ডর অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট দল। জবাবে ব্য়াট করতে নেমে ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় শেফালি ব্রিগেড।


এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের ক্যাপ্টেন শেফালি ভার্মা। নিজের জন্মদিনের গিফট হিসেবে বিশ্বকাপ জিততে চেয়েছিলেন। সেই স্বপ্নপূরণ করলেন তিনি। এদিন শুরু থেকেই ভারতীয় বোলারদের দাপুটে বোলিংয়ের সামনে নাকানিচোবানি খেতে হয় ইংরেজ ব্য়াটারদের। তিতাস সাধু সবচেয়ে সফল বোলার ভারতের। তিনি ৪ ওভারে মাত্র ৬ রান খরচ করে ২ উইকেট নেন। অর্চনা দেবী ও পার্শ্বভী চোপড়াও ২টো করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন মন্নত কাশ্যপ, শেফালি ভার্মা ও সোনম যাদব। ১৭.১ ওভারেই অল আউট হয়ে যায় ইংল্যান্ড। 


এরপর ব্যাট করতে নেমে যদিও ২ ওপেনার বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। শেফালি ভাল শুরু করলেও ১৫ রান করে ফিরে যান। ৫ রান করে স্বেতা শেহরাওয়াত। তবে সৌম্যা তিওয়ারি ও গঙ্গাদি তৃষা ২ জনেই ব্যক্তিগত ২৪ রান করে দলের জয় নিশ্চিত করে দেন। দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন তিতাস সাধু।