বুলাওয়ে: কোনও একটি টেস্ট ইনিংসে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গত ২১ বছর ধরে ব্রায়ান লারার (Brian Lara) নামেই রয়েছে । এরপর অনেক খেলোয়াড় ৩০০ রানের গণ্ডি পার করেছেন, কিন্তু লারার রেকর্ড ভাঙতে ব্যর্থ হয়েছেন । দক্ষিণ আফ্রিকার উইয়ান মাল্ডার এই ঐতিহাসিক রেকর্ড ভাঙতে পারতেন, কিন্তু তার আগেই তাঁর দল ইনিংস ঘোষণা করে দেয় । জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৬২৬ রান করে ।
জেনে শুনে রেকর্ড ভাঙেননি!
দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৬২৬ রান করে ফেলেছিল । উইয়ান মাল্ডার ৩৬৭ রান করে ফেলেছিলেন এবং ব্রায়ান লারার রেকর্ড ভাঙতে তাঁর আর ৩৩ রান দরকার ছিল । তবে লাঞ্চের পর আফ্রিকান দল আর খেলতে আসেনি, কারণ তারা ৬২৬ স্কোরে তাদের ইনিংস ঘোষণা করে দেয় । উইয়ান মাল্ডার দ্বিতীয় টেস্ট ম্যাচে লাঞ্চের সময় পর্যন্ত ৩৬৭ রান করেছিলেন, কিন্তু দক্ষিণ আফ্রিকা মাল্ডারকে ৪০০ রান করার সুযোগ দেয়নি ।
উইয়ান মাল্ডার দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার দলের নেতৃত্ব দিচ্ছিলেন, তাই ইনিংস ঘোষণা করার সিদ্ধান্ত তাঁর হাতেই ছিল । তবে তিনি রেকর্ড ভাঙার ৩৩ রান আগেই ইনিংস ঘোষণা করেন । মাল্ডার পরে বলেন, 'প্রথমত, আমার মনে হয়েছিল যে আমাদের হাতে পর্যাপ্ত রান আছে । আর আমাদের বল করার দরকার ছিল । দ্বিতীয়ত, ব্রায়ান লারা হলেন কিংবদন্তি । ওরকম মাপের একজনের ঝুলিতেই ওই রেকর্ড থাকা উচিত । আমি যদি আবারও রেকর্ড ভাঙার সুযোগ পাই, তাহলেও আমি একই কাজ করব ।'
তিনি টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে বড় ইনিংস খেলা খেলোয়াড় অবশ্যই হয়েছেন । তিনি এই ক্ষেত্রে হাশিম আমলার রেকর্ড ভেঙেছেন, যিনি একটি ইনিংসে ৩১১ রান করেছিলেন ।
এটি টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরি, মাল্ডার ২৯৭ বলে ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন । সবচেয়ে দ্রুত ট্রিপল সেঞ্চুরির রেকর্ড ভারতের বীরেন্দ্র সহবাগের নামে, যিনি ২৭৮ বলে ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেছিলেন ।