আমদাবাদ: ইন্দোর টেস্ট সিরিজে সিরিজে ফিরে এসেছিল তাঁর দল। আমদাবাদ টেস্টেও দ্বিতীয় ইনিংসে অজি ব্যাটিং বেশ ভাল পারফর্ম করেছিল। কিন্তু ম্যাচ শেষ পর্যন্ত ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় ২ দলকে। সিরিজের প্রথম ২ টেস্ট জিতে যাওয়ায় সিরিজ আগেই জিতে গিয়েছিল ভারত। আমদাবাদ টেস্টের পর এবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচ নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করলেন স্টিভ স্মিথ। 


কী বললেন অজি অধিনায়ক?


চতুর্থ টেস্ট ড্র হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে স্মিথ বলেন, ''শেষের দিকে উইকেট কিছুটা স্লো হয়ে গিয়েছিল। ফ্ল্যাট উইকেটে ফলাফল হয়ত কোনওভাবেই সম্ভব ছিল না। আমাদের ছেলেরা ভাল খেলেছে। সিরিজ যত এগিয়েছে, আমাদের পারফরম্যান্স ততই উন্নত হয়েছে। হসপিটালিটি দুর্দান্ত ছিল প্রত্য়েক মাঠে। দর্শকরাও দুর্দান্ত। দিল্লিতে এক ঘণ্টা মাঠের দর্শকদের উন্মাদনা আমাদের চাপে ফেলে দিয়েছিল। তবে আমাদের স্পিনাররা ভাল পারফর্ম করেছে। লায়নও ভাল খেলেছে এই টেস্টের প্রথম ইনিংসে।'' আগামী চার বছর পর অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ খেলতে আসবে ভারতের মাটিতে। স্মিথ কি আসবেন? অজি অধিনায়ক বলেন, ''চার বছর পর আমার বয়স আরও বেড়ে যাবে। জানি না তখন কি হবে। তবে ভারতের মাটিতে খেলতে আসার জন্য় অবশ্যই মুখিয়ে থাকব।''


চোটে কাবু শ্রেয়স


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (Ind vs Aus) চতুর্থ টেস্ট ম্যাচের পঞ্চম দিন সাতসকালে ধাক্কা খেল ভারত। পিঠের নীচের অংশের চোটের জন্য ম্যাচ থেকে ছিটকেই গেলেন শ্রেয়স আইয়ার। সোমবার সকালে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হল, পিঠের চোটের জন্য এই টেস্ট ম্যাচে আর অংশ নেবেন না মুম্বইয়ের তারকা। তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখবে ভারতীয় দলের মেডিক্যাল টিম।


তাঁর পিঠের চোট যে শুধু ভারতীয় শিবিরকে সমস্যায় ফেলেছে তা নয়। বরং শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) নিয়ে আরও বেশি উদ্বেগে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। চোটের জন্য না আইপিএল (IPL) থেকেই ছিটকে যেতে হয় কেকেআর (KKR) ক্যাপ্টেনকে!


আইপিএল শুরু হতে আর দিন পনেরো বাকি। ১ এপ্রিল মোহালিতে পাঞ্জাব কিংস ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। তার আগে পিঠের চোটে নাজেহাল অবস্থা শ্রেয়সের। পরিস্থিতি এতটাই সঙ্গিন যে, আমদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে ভারতের প্রথম ইনিংসে ব্যাটই করতে পারেননি শ্রেয়স। নবম উইকেট পতনের পরই ভারতকে অল আউট ঘোষণা করা হয়। কারণ, ম্যাচ রেফারি ও আম্পায়ারদের জানিয়ে দেওয়া হয় যে, ব্যাট করতে অক্ষম শ্রেয়স।