Women's Asia Cup 2024 Final Live: হার ভারতের, প্রথমবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দল
IND vs SL: দাম্বুলায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারত ও শ্রীলঙ্কা তিনবার এর আগে মুখোমুখি হয়েছে। দুইবার জয় পেয়েছে ভারত।
৮ উইকেটে ভারতকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। এই প্রথমবার টুর্নামেন্টে জয় ছিনিয়ে নিল তারা।
শেষ ২ ওভারে শ্রীলঙ্কার প্রয়োজন ৮ রান। ম্য়াচ হাতের নাগালে প্রায় ভারতের।
চামিরা আটাপাট্টু ৪৩ বলে ৬১ রানের ইনিংস খেলে দীপ্তি শর্মার বলে বোল্ড হয়ে গেলেন। এশিয়া কাপ ফাইনাল জিততে ভারতের চাই ৮ উইকেট। শ্রীলঙ্কার চাই ২৭ বলে ৩৯।
৮ ওভারে ১ উইকেট হারিয়ে ৬১ রান বোর্ডে তুলল শ্রীলঙ্কা। চামারি আতাপাত্তু ২৮ বলে ৪০ রান করে ক্রিজে আছেন। ৫টি বাউন্ডারি ও দুটো ছক্কা হাঁকিয়েছেন তিনি।
শ্রীলঙ্কার প্রথম উইকেটের পতন। ১ রান করে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন গুনরত্নে। ৫ ওভারে শ্রীলঙ্কার স্কোর ২৮/১।
১৪ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস রিচা ঘোষের। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান বোর্ডে তুলে নিল ভারত।
৪৭ বলে ৬০ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরলেন স্মৃতি মন্ধানা।
জেমিমা রডরিগেজ রান আউট হয়ে ফিরলেন ২৯ রান করে।
১১ রান করে প্যাভিলিয়নে ফিরলেন হরমনপ্রীত কৌর। ভারতের তৃতীয় উইকেটের পতন। ১৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১০০ রান বোর্ডে তুলল ভারতীয় মহিলা ক্রিকেট দল।
৩৬ বলে অর্ধশতরান পূরণ করলেন স্মৃতি মান্ধানা। ১৪তম ওভারে শতরানের গণ্ডি পার করল ভারত। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ১১৪/৩। স্মৃতি ৫৮ ও জেমাইমা ১৮ রানে ব্যাট করছেন।
ইনিংসের মাঝপথে ভারতের স্কোর দুই উইকেটের বিনিময়ে ৬৮ রান। হরমনপ্রীত তিন ও স্মৃতি ৩৮ রানে ব্যাট করছেন। আগের ওভারেই ঊমা ৯ রানে সাজঘরে ফিরেছেন।
পাওয়ার প্লে শেষের পরের ওভারেই ভাঙল ভারতীয় দলের ওপেনিং পার্টনারশিপ। ১৬ রানে শেফালি বর্মাকে ফেরালেন কাভিশা দিলহারি। ৭ ওভার শেষে ভারতের স্কোর ৪৮ রানে এক উইকেট। স্মৃতি মান্ধানা আপাতত ২৯ রানে ব্যাটিং করছেন। তাঁকে সঙ্গ দিতে নেমেছেন ঊমা ছেত্রী।
শ্রীলঙ্কান বোলাররা ইনিংসের শুরুটা বেশ ভালই করেছে। দুই ভারতীয় ওপেনারকে দ্রুত গতিতে রান তুলতে দিচ্ছেন না। স্মৃতি ও শেফালি ছয় রান প্রতি ওভার গড়ে প্রথম পাঁচ ওভারে মাত্র ৩০ রান যোগ করেছেন।
এশিয়া কাপের ফাইনালে টস জিতল ভারতীয় দল। প্রথমে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর।
প্রেক্ষাপট
দাম্বুলা: পরিসংখ্যানের বিচারে চলতি মহিলাদের এশিয়া কাপের (Women's Asia Cup 2024) দুই সেরা দল ভারত ও শ্রীলঙ্কা (India Women vs Sri Lanka Women)। দুই দলই ফাইনালে খেতাবি লড়াইয়ে মাঠে নামছে। এক দলের লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ট্রফি জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়া। অন্য দলের ক্ষেত্রে টুর্নামেন্ট জয় দেশের মহিলাদের ক্রিকেটে নতুন পথের দিশারি হতে পারে।
পরিসংখ্যানের বিচারে কিন্তু চামারি আতাপাত্তুর শ্রীলঙ্কা এবং হরমনপ্রীত কৌরের ভারতীয় দলের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। ভারতীয় দল যেখানে এবারের টুর্নামেন্টে ৫৫৯ রান করার পাশাপাশি প্রতিপক্ষের ৩১টি উইকেট নিয়েছে, সেখানে শ্রীলঙ্কার দখলে ৫০৪ রান ও ২৭টি উইকেট। পরিসংখ্যানে বিরাট অন্তর নেই। দুই দলই ভাল ফর্মেও রয়েছে। পরপর জিতেছে ম্যাচ। ফাইনালেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
আজ থেকে দুই দশক আগে, ২০০৪ সালে এশিয়ার সেরা হওয়ার লড়াইটাও হয়েছিল ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। সেইবার মাত্র দুই দলই ছিল এবং দ্বিপাক্ষিক সিরিজ়ে শ্রীলঙ্কাকে ৫-০ উড়িয়ে দিয়েছিল ভারতীয় মহিলা দল। ২০ বছর পর ফের দুই পড়শি দেশ ফাইনালে। এবারে কিন্তু অনেক বেশি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বদলেছে ফর্ম্যাটও। কেটে গিয়েছে বহু বছর। এবার কিন্তু পরিসংখ্যানের বিচারে অন্তত দুই দলের মধ্যে হাড্ডহাড্ডি লড়াইয়েরই প্রত্যাশা রয়েছে।
শ্রীলঙ্কা বিগত দুই বছরে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ়ের মতো শক্তিশালী দলগুলিকে হারিয়েছে। তবে ওমেন ইন ব্লু বরাবরই তাঁদের কাছে শক্ত গাঁট। সেই বাধা অতিক্রম করতে লঙ্কান দল কিন্তু তাঁদের দুরন্ত অধিনায়কের দিকে তাকিয়ে থাকবে। চামারি আতাপাত্তু এ বারের টুর্নামেন্টে মাত্র এক ম্যাচে ৪০ রানের গণ্ডি পার করতে ব্যর্থ হয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধেও তাঁর ব্যাট থেকে আসে ঝাঁ চকচকে ৬৩ রানের ইনিংস। অপরদিকে, আতাপাত্তুদের রুখতে ভারতের অস্ত্র হতে পারে স্পিনের ফাঁদ।
গোটা টুর্নামেন্ট জুড়েই ভারতীয় স্পিনাররা দুরন্ত ছন্দে। দীপ্তি শর্মা, রাধা যাদব তো পূর্ণ সদস্যের দলগুলির মধ্যে এই বছর টি-টোয়েন্টিতে সর্বাধিক ২২টি করে উইকেট নিয়েছেন। আতাপাত্তুর ব্যাটিং বিক্রম তাঁরা রুখতে পারেন কি না, সেইদিকে থাকবে নজর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -