কেপটাউন: টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স ভারতীয় মহিলা ক্রিকেট দলের (Womens Indian Cricket Team) বোলারদের। বিশেষ করে দীপ্তি শর্মার (Deepti Sharma)। মূলত তাঁর ৩ উইকেটের সুবাদেই প্রথমে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ানরা ৬ উইকেট হারিয়ে বোর্ডে মাত্র ১১৮ রান তুলতে পারল। ভারতের জয়ের জন্য ১১৯ রান প্রয়োজন। এদিকে দীপ্তি নিজেও এদিন নজির গড়লেন। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ উইকেটের মালিক হলেন তিনি।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন স্তেফানি টেলর। এদিন চোট সারিয়ে দলে ফিরলেন স্মৃতি মন্ধানা। ব্যাট করতে নেমে ম্যাচের দ্বিতীয় ওভারেই পূজা ভাস্ত্রাকারের বলে আউট হয়ে প্যাাভিলিয়নে ফেরেন হিলি ম্যাথিউজ। এরপরই স্তেফানি টেলর ও কেম্পবেলে মিলে একটা পার্টনারশিপ গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু সেই পার্টনারশিপ ভাঙেন দীপ্তি। পরপর কেম্পবেলে ও টেলরকে প্যাভিলিয়নের রাস্তা দেখান ২৫ বছরের এই অলরাউন্ডার। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ শিবির। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে বোর্ডে মাত্র ১১৮ রানই তুলতে পারে ক্যারিবিয়ানরা।
ভারতীয় বোলারদের মধ্যে দীপ্তি সর্বোচ্চ ৩ উইকেট নেন। দেশের জার্সিতে টি-টোয়েন্টি ফর্ম্যাটে সর্বাধিক উইকেট পাওয়ার নিরিখে তিনি টপকে গেলেন পুনম যাদবকে। তিনি ৯৮ উইকেট নিয়েছিলেন। এদিন ৩ উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে ১০০ উইকেটের মালকিন হলেন দীপ্তি।
রোহিতের নেতৃত্বে নজির ভারতের
ইতিহাস গড়ল ভারতীয় ক্রিকেট। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে অনন্য নজির। ক্রিকেটের তিন ফর্ম্যাটেই এবার বিশ্বের এক নম্বর ক্রিকেট দল টিম ইন্ডিয়া। বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) শুরুর আগে ওয়ান ডে ও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের এক নম্বর দল ছিল টিম ইন্ডিয়া। টেস্টে ২ নম্বরে ছিল তারা। অস্ট্রেলিয়া ছিল এক নম্বরে। প্রথম টেস্টে নাগপুরে জয়ের সঙ্গে সঙ্গে অজিদের সিংহাসনচ্যুত করে ক্রমতালিকায় শীর্ষে উঠে এসেছেন রোহিতের দল। তার সঙ্গে সঙ্গেই ক্রিকেটের তিন ফর্ম্যাটেই শীর্ষে পৌঁছে গিয়েছে তারা।
উল্লেখ্য, এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ৩-০ ব্যবধানে জয়ের সঙ্গে সঙ্গেই ওয়ান ডে ক্রমতালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছিল টিম ইন্ডিয়া। দিল্লি টেস্টে জিততেই হবে ভারতকে, যদি টেস্টে ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রাখতে হয়। এছাড়াও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার পথে অনেকটাই এগিয়ে যাবে তাহলে টিম রোহিতরা। ভারতকে এই সিরিজ ৩-১ বা ৩-০ ব্যবধানে জিততে হবে।