ঢাকা: আশঙ্কাই সত্যি হল। মহিলাদের টি-২০ বিশ্বকাপ (Womens T20 World Cup) সরিয়ে নেওয়া হল বাংলাদেশ থেকে। নতুন কেন্দ্রের নামও ঘোষণা করে দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি।


বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে মহিলাদের টি-২০ বিশ্বকাপ যে সরিয়ে নেওয়া হতে পারে, সে খবর আগেই লিখেছিল এবিপি আনন্দ। সেই খবরেই সিলমোহর পড়ল শেষ পর্যন্ত। বিকল্প ভেন্যু হিসাবে ঘোরাফেরা করছিল তিনটি নাম। ভারত, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরশাহি। 


ভারতীয় বোর্ডকে মহিলাদের টি-২০ বিশ্বকাপ আয়োজনের অনুরোধ করেছিল আইসিসি। তবে ভারতীয় বোর্ড সেই অনুরোধ রক্ষা করতে পারেনি। তারপরই বিকল্প কেন্দ্র হিসাবে বেছে নেওয়া হল সংযুক্ত আরব আমিরশাহিকে।


আইসিসি-র চিফ এগজিকিউটিভ অফিসার জেফ অ্যালার্ডাইস একটি বিবৃতিতে বলেছেন, 'বাংলাদেশের মাটিতে টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে না পেরে আমরা লজ্জিত। কারণ আমরা জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্মরণীয় একটি টুর্নামেন্ট আয়োজন করে দেখাত। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের ধন্যবাদ জানাব কারণ তাঁরা টুর্নামেন্ট আয়োজন করার সব রকম চেষ্টা করেছিলেন। সব বিকল্প খতিয়ে দেখা হয়েছিল। তবে বিভিন্ন অংশগ্রহণকারী দেশের সফর উপদেষ্টারা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে যাওয়া সম্ভব নয়। তবে বাংলাদেশই সংযুক্ত আরব আমিরশাহির মাঠে টুর্নামেন্টের আয়োজক। অদূর ভবিষ্যতে বাংলাদেশের মাটিতে আইসিসি টুর্নামেন্ট আয়োজন করা হবে।'


শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ ও তারপর রাজনৈতিক অশান্তির জেরে অগ্নিগর্ভ বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন নতুন সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নিয়েছেন নোবেলজয়ী মহম্মদ ইউনুস। তারপরেও সে দেশের পরিস্থিতি টুর্নামেন্ট আয়োজনের উপযুক্ত নয় বলেই মনে করেছে আইসিসি ও অংশগ্রহণকারী দেশগুলি।


 






তবে মহিলাদের টি-২০ বিশ্বকাপ আয়োজনের জন্য মরিয়া বাংলাদেশ রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ হয়েছিল। যদিও অস্ট্রেলিয়া, ভারত, নিউজ়িল্যান্ড, ইংল্যান্ড ও স্কটল্যান্ডের মতো অংশগ্রহণকারী দেশগুলি বাংলাদেশে যেতে রাজি হয়নি। তবে স্বল্প নোটিশে টুর্নামেন্ট করতে রাজি হয়ে যাওয়ায় সংযুক্ত আরব আমিরশাহিকে ধন্যবাদ জানিয়েছে আইসিসি।


আরও পড়ুন: RG কর হাসপাতালের নৃশংসতার প্রতিবাদে বুধবার কলকাতায় হাঁটবেন সৌরভ, সঙ্গী স্ত্রী ডোনা