ডাম্বুলা: আগামীকাল থেকে শুরু হতে চলেছে মহিলাদের এশিয়া কাপ (Womens Asia Cup)। প্রথম দিনেই ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) নামতে চলেছে মাঠে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতের প্রথম ম্য়াচেই প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ফের একবার ব্যাট-বলের মহারণে ভারত-পাক মুখোমুখি হবে। ছেলেদের লড়াইয়ে রোহিতরা জয় ছিনিয়ে নিতে পেরেছিলেন। এবার পালা স্মৃতিদের। 


টি-টোয়েন্টি ফর্ম্য়াটে মহিলা ক্রিকেটে এশিয়া কাপ চারবার আয়োজিত হয়েছে। তার মধ্যে তিনবারই জয় ছিনিয়ে নিয়েছে ভারত। ৫০ ওভারের ফর্ম্য়াটে প্রত্যেকবারই ভারতই জিতেছে। এছাড়াও দল হিসেবেও সবচেয়ে সফল ভারত। ২০ টি ম্য়াচের মধ্য়ে ১৭টি ম্যাচ জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ২০২২ সালে শেষবার যখন এই টুর্নামেন্ট হয়েছিল, সেবার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল তারা। 


পাকিস্তানের বিরুদ্ধে ভারতের রেকর্ডও হরমনপ্রীতদের হয়েই কথা বলছে। ১৪ ম্য়াচের মধ্য়ে ১১ ম্য়াচ জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। আগামীকাল গ্রুপ-এ-র লড়াইয়েও ভারতই খাতায় কলমে এগিয়ে থেকে মাঠে নামতে চলেছে। 


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজে সম্প্রতি ১-১ ড্র করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। একটি ম্য়াচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। ভারতের ব্যাটিং লাইন আপের সবচেয়ে বড় তারকা স্মৃতি মন্ধানা। টপ অর্ডারে এশিয়া কাপের প্রত্য়েক ম্য়াচেই টিম ম্য়ানেজমেন্ট চাইবে স্মৃতির ব্যাট চুলক। তাহলেই বড় স্কোর বোর্ডে তুলতে পারবে ভারত। অন্যদিকে, ভারতের বোলিং লাইন আপের পূজা ভাস্ত্রাকার রয়েছেন এই তালিকায়। তিনি প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্য়াচে মোট ৮ উইকেট ঝুলিতে পুরেছেন। এছাড়াও রাধা যাদব ফিরেছেন দলে। স্পিন আক্রমণের মধ্যে রয়েছেন দীপ্তি শর্মা, সাজিবন সাজনা ও শ্রেয়াঙ্কা পাতিলরা তো রয়েইছেন। 



ভারতের গ্রুপ অর্থাৎ গ্রুপ এ তে পাকিস্তান ছাড়াও আছে নেপাল ও সংযুক্ত আরব আমিরশাহি। গ্রুপের সেরা দুটো করে দল সেমিফাইনাল খেলবে। উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে এক সময়ে চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। কিন্ত শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় তারা। এমনকী টুর্নামেন্টে চ্যাম্পিয়নও হয় রোহিত শর্মার টিম ইন্ডিয়া।