কলম্বো: ভারতের বিরুদ্ধে টানা হার। রবিবারের ম্য়াচটির পর স্কোরলাইন ১২-০। অর্থাৎ মহিলাদের ক্রিকেটে শেষ ১২ বারের সাক্ষাতেই পাকিস্তানকে হারাল ভারতীয় দল (Indian Cricket)। কিন্তু শুধু ম্য়াচ হারাই নয়, গোদের ওপর বিষফোঁড়ার মত আইসিসির (ICC) শাস্তির মুখে পড়লেন পাকিস্তানের তারকা ব্যাটার সিদরা আমিন। তিনিই ভারতের বিরুদ্ধে ম্যাচে একাই লড়ে ৮১ রান করেছিলেন। শৃঙ্খলাবিধির ২.২ ধারা ভেঙেছেন সিদরা, এমনটাই জানানাে হয়েছে আইসিসির তরফে। আন্তর্জাতিক কোনও ম্যাচে ক্রিকেট খেলার সরঞ্জাম বা পোশাক, মাঠের সরঞ্জাম বা সংশ্লিষ্ট অন্য কিছুকে অসম্মান করলে এই শাস্তি দেওয়া হয়। ঠিক তেমনই সিদরাকে শাস্তি দেওয়া হয়েছে।
কী করেছিলেন সিদরা?
ভারতের বিরুদ্ধে খেলার সময় ব্যাটিংয়ের ৪০ তম ওভারে সিদরা আউট হয়ে গিয়েছিলেন। কিন্তু তা মেনে নিতে পারেননি তিনি। ব্যাট মাঠেই আছড়ে ফেলেন সিদরা। এরজন্যই আইসিসির তরফে সতর্কবার্তা দেওয়া হয়েছে সিদরাকে। এমনকী ১ ডিমেরিট পয়েন্টও কেটে নেওয়া হয়েছে। গত ২৪ মাসে প্রথমবার এমন অপরাধ করলেন বলে সিদরাকে আপাতত সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
মহিলাদের বিশ্বকাপে পাকিস্তানকে ৮৮ রানে দুরমুশ করল হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দল। সেই সঙ্গে ওয়ান ডে ক্রিকেটে পাকিস্তানকে এক লজ্জার রেকর্ড উপহার দিয়েছিল ভারত। ৫০ ওভারের ক্রিকেটে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ এখনও পর্যন্ত ১২ বার একে অপরের মুখোমুখি হয়েছে। ১২ বারই জিতেছে ভারত। পাকিস্তান একবারও জিততে পারেনি। শুধু বিশ্বকাপে ধরলে রবিবারের পর হিসেবটা দাঁড়াল ৫-০!
ম্যাচে টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ভারত তোলে ২৪৭ রান। ২৪৮ তাড়া করতে নেমে ৪৩ ওভারে ১৫৯ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। ৮৮ রানে ম্যাচ জেতে ভারত। ভারতের হয়ে ৩টি করে উইকেট ক্রান্তি গৌড় ও দীপ্তি শর্মার। মহিলাদের বিশ্বকাপে কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে বড় রান তোলে ভারত। ৫০ ওভারে ২৪৭ রানে শেষ হয় ভারতের ইনিংস। ভারতের হয়ে সর্বোচ্চ স্কোর হারলিন দেওলের। ৪৬ রান করেন তিনি। ৬৫ বল খেলে। তবে একটা সময় মনে হচ্ছিল ভারতের ইনিংস ২১৫-২২০ রানের ভেতরেই সীমাবদ্ধ থাকবে। সেখান থেকেই প্রায় আড়াইশো ছুঁই ছুঁই স্কোর করল ভারত। সৌজন্যে এক বঙ্গকন্যা। রিচা ঘোষ। ২০ বলে ৩৫ রান করে অপরাজিত রইলেন রিচা।