বেঙ্গালুরু: আগামী বছর উইমেন্স প্রিমিয়ার লিগ থেকে নাম তুলে নিলেন এলিসা পেরি ও অ্য়ানাবেল সাদারল্যান্ড। আরসিবির জার্সিতে ডব্লিউ পি এলে খেলেন পেরি। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলে থাকেন অ্যানাবেল সাদারল্যান্ড। দুজনেই ব্যক্তিগত কারণের জন্য আগামী ডব্লিউপিএলে খেলবেন না বলে জানা গিয়েছে। যুক্তরাষ্ট্রের প্লেয়ার তারা নরিস ইউপি ওয়ারিয়র্সের জার্সিতে খেলে থাকেন। তিনিও আসছেন না বলে খবর। 

Continues below advertisement

দিল্লি ক্যাপিটালস ইতিমধ্যেই সাদারল্যান্ডের পরিবর্ত হিসেবে অজি লেগ স্পিনার আলানকা কিংয়ের নাম ঘোষণা করেছে। আরসিবি পেস বোলিং অলরাউন্ডার সায়ালি সাতঘারের নাম ঘোষণা করেছে। পেরি আরসিবির জার্সিতে ডব্লিউপিএলের তিনটি মরশুমে খেলেছেন। তাঁকে ২ কোটি টাকা দিয়ে রিটেইন করেছিল স্মৃতির দল। ২০২৪ সালে উইমেন্স প্রিমিয়ার লিগে আরসিবি ট্রফি জিতেছিল। সেই টুর্নামেন্ট জয়ে অনেক বড় ভূমিকা ছিল এলিসা পেরির।

অন্যদিকে সাতঘারে দেশের জার্সতে তিনটি ওয়ান ডে খেলেছেন আগে। টুর্নামেন্টে আগে গুজরাত টাইটান্সের জার্সিতে খেলেছেন দুটো মরশুমে মোট ৪ ম্যাচ খেলেছেন। ৩০ লক্ষ টাকা বেস প্রাইসে সাতঘারেকে দলে নিয়েছে আরসিবি।

Continues below advertisement

সাদারল্যান্ড দিল্লির জার্সিতে দুটো মরশুমে খেলেছেন। এর আগে উদ্বোধনী মরশুমে গুজরাতের জার্সিতে খেলেছেন। ২০২৬ WPL এর আগে দিল্লি ২.২ কোটি টাকায় রিটেইন করেছিল সাদারল্যান্ডকে। 

পঞ্চম ম্যাচেও জয় ভারতের

শ্রীলঙ্কার বিরুদ্ধ টি টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচেও জয় ছিনিয়ে নিল ভারতীয় ক্রিকেট দল। ব্যাট হাতে দুরন্ত অর্ধশতরান হাঁকালেন হরমনপ্রীত কৌর। ম্য়াচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি। সিরিজ সেরা হয়েছেন শেফালি বর্মা। পঞ্চম টি-টোয়েন্টিতে ১৫ রানে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সিরিজেও লঙ্কা বাহিনীকে পুরো হোয়াইটওয়াশ করে দিল টিম ইন্ডিয়া।

আগেই সিরিজে ৪-০ ব্য়বধানে এগিয়ে ছিল ভারত। এদিন টস জিতে শেষ ম্য়াচে ভারতকে ব্য়াটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন শ্রীলঙ্কার ক্যাপ্টেন চামিরা আত্তাপাত্তু। স্মৃতি মন্ধানা এদিন খেলেননি। তাঁর পরিবর্তে জি কমলিনি ওপেনিংয়ে নেমেছিলেন। শেফালি বর্মার সঙ্গে ওপেনে নেমেছিলেন কমলিনি। হরলীন দেওল ১৩ রানের ইনিংস খেলেন। ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর এদিন দুর্দান্ত ছন্দে ছিলেন। ৪৩ বলে ৬৮ রানের ইনিংস খেলেন তিনি। নিজের ইনিংসে ৯টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান। রিচা ও দীপ্তি দুজনের কেউ রান পাননি। লোয়ার অর্ডারে অরুন্ধতী রেড্ডি ও আমনজ্যোৎ কৌর দুজনেই ২১ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান বোর্ডে তুলে নেয় ভারতীয় ক্রিকেট দল। জবাবে রান তাড়া করতে নেমে ১৬০ রানের বেশি বোর্ডে তুলতে পারেনি শ্রীলঙ্কা।