INDW vs BANW Live: পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রথম জয় ছিনিয়ে নিলেন শেফালিরা
Womenst T20 World Cup 2024: একদিকে যেখানে বিরাট রানে হেরে -২.৯০০ নেট রান রেট নিয়ে পয়েন্ট তালিকায় একেবারে তলানিতে ভারত, সেখানে পাকিস্তান তালিকায় দুইয়ে।
মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৬ উইকেটে দুরন্ত জয় ছিনিয়ে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল।
পরপর বলে ভারতকে জোড়া ধাক্কা দিলেন ফাতিমা সানা। জেমাইমা ২৩ রানে আউট হন, রিচা খাতাই খুলতে পারেননি। তবে তা সত্ত্বেও ভারত কিন্তু জয়ের দোরগাড়ায়। তিন ওভারে ওমেন ইন ব্লু জয়ের জন্য আর ১২ রানের প্রয়োজন। বর্তমান স্কোর চার উইকেটের বিনিময়ে ৯৪ রান।
ভারতের দ্বিতীয় উইকেটের পতন। ৩২ রান করে প্যাভিলিয়নে ফিরলেন শেফালি ভার্মা। ভারতের স্কোর ১২ ওভার শেষে ৬১/২।
ভারতের প্রথম উইকেটের পতন। সাদিয়া ইকবালের বলে তুবা হাসানের হাতে ক্যাচ দিয়ে মাত্র ৭ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন তিনি। ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ২২ রান বোর্ডে তুলে নিয়েছে ভারত।
৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ১৪ রান তুলে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ওপেনিংয়ে নেমেছেন স্মৃতি মন্ধানা ও শেফালি ভার্মা।
২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে বোর্ডে ১০৫ রান তুলে নিল পাকিস্তান মহিলা ক্রিকেট দল।
১৬ ওভারে ৭৬ রান বোর্ডে তুলতে ৭ উইকেট খুঁইয়ে বসেছে পাকিস্তান। ক্যাপ্টেন ফাতিমা শানা ১৩ রান করে ফিরলেন শোভানার বলে। খাতা খোলার আগেই তুবা হাসান ফিরলেন শ্রেয়াঙ্কার বলে।
পাকিস্তানের পঞ্চম উইকেটের পতন। অরুন্ধতী রায়ের বলে লেগবিফোর হয়ে ৪ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন আলিয়া রিয়াজ। পাকিস্তানের স্কোর ৫২/৫।
পাকিস্তানের চতুর্থ উইকেটের পতন। শ্রেয়াঙ্কা পাতিলের বলে ১৭ রান করে আউট হলেন মুনিবা আলি। দুরন্ত স্ট্যাম্পিং করলেন রিচা ঘোষ। ১০ উইকেটে পাকিস্তানের স্কোর ৪১/৪।
পাকিস্তানের তৃতীয় উইকেটের পতন। ওমাইমা সোহেল ৩ রান করে অরুন্ধতী রেড্ডির বলে শেফালি ভার্মার হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন।
পাকিস্তানের দ্বিতীয় উইকেটের পতন। সিদরা আমিন ৮ রান করে ফিরে গেলেন দীপ্তি শর্মার বলে বোল্ড হয়ে। পাকিস্তানের স্কোর ৫ ওভারে ২৫/২।
৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বোর্ডে ১৭ রান তুলে নিল পাকিস্তান ক্রিকেট দল।
নিজের ও ম্য়াচের প্রথম ওভারেই আঘাত হানলেন রেনুকা ঠাকুর। পাকিস্তানের প্রথম উইকেটের পতন। ১ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১/১।
মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ মুখোমুখি ভারত-পাক। প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত পাক ক্যাপ্টেনের।
প্রেক্ষাপট
টুর্নামেন্টের অন্য়তম ফেভারিটের তকমা নিয়ে মাঠে নেমে প্রথম ম্যাচেই বিপর্যয়। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (Women's T20 World Cup 2024) নিজেদের প্রথম ম্যাচে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ৫৮ রানের বিরাট ব্যবধানে পরাজিত হয় ভারতীয় মহিলা দল (Indian Women's Cricket Team)। ১৬০ রান তাড়া করতে নেমে ১০২ রানেই গুটিয়ে যায় হরমনপ্রীতদের ইনিংস। তাই হতাশাজনক এই হারের পর দ্বিতীয় ম্য়াচে এমনিই জয়ের দৃঢ় সংকল্প নিয়ে মাঠে নামবে ভারত। উপরন্তু, ম্যাচটি আবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে (IND v PAK)।
হরমনপ্রীতদের সামনে পাকিস্তান ম্যাচ কিন্তু একেবারেই সহজ হবে না। একদিকে যেখানে বিরাট রানে হেরে -২.৯০০ নেট রান রেট নিয়ে পয়েন্ট তালিকায় একেবারে তলানিতে ভারত, সেখানে পাকিস্তান তালিকায় দুইয়ে। ৩১ রানে প্রথম ম্য়াচে শ্রীলঙ্কাকে পরাজিত করে আত্মবিশ্বাসে ফুটছে তাঁরা। তবে খাতায় কলমে অন্তত এই ম্যাচে ভারতকেই ফেভারিট মনে করা হচ্ছে। এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের কিন্তু পূর্ণ সম্ভাবনা রয়েছে।
মুখোমুখি সাক্ষাৎকারে পাকিস্তানের থেকে কিন্তু ভারতীয় দল অনেকটাই এগিয়ে রয়েছে। পড়শি দেশের বিরুদ্ধে বিশ ওভারের ফর্ম্য়াটে ওমেন ইন ব্লু মোট ১৫ বার মাঠে নেমেছে। এই ১৫টি ম্য়াচের মধ্যে ভারত ১২টিতেই জয়ের স্বাদ পেয়েছে। মাত্র তিনটি ম্য়াচ জিতেছে পাকিস্তান দল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -