দুবাই: এই ম্যাচটা হারলে সেখান থেকই মুম্বইয়ের বিমান ধরতে হবে। সেমির দৌড়ে ওঠার সম্ভাবনা একেবারেই শেষ হয়ে যাবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমে বোর্ডে  রান তুলল ভারতীয় মহিলা ক্রিকেট দল। আগের ২ ম্য়াচে ওপেনিং জুটি ব্যর্থ হয়েছিল। এদিন ৯৮ রানের পার্টনারশিপ গড়লেন শেফালি-স্মৃতি জুটি। যার সুবাদে দলও নির্ধারিত ২০ ওভারের শেষে বোর্ডে ১৭২/৩ রান তুলে নিল।


এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। আগের ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটিংয়ের সময় কাঁধে চোট পেয়েছিলেন। আশঙ্কা ছিল আদৌ এই ম্য়াচে খেলতে পারবেন তো? কিন্তু শেষ পর্যন্ত হরমনপ্রীত নামলেন। শুরুতে ব্য়াট হাতে এদিন পার্টনারশিপ গড়ার চেষ্টাই করছিলেন শেফালি ও স্মৃতি। দুজনেই এদিন রান পেলেন। স্মৃতি একটু বেশিই আক্রমণাত্মক ছিলেন। নিজের অর্ধশতরানও পূরণ করেন তিনি। নিজের ৩৮ বলে ৫০ রানের ইনিংস ৪টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকালেন বাঁহাতি ভারতীয় ওপেনার। অন্যদিকে শেফালিও কোথাও পিছিয়ে ছিলেন না। তিনি অর্ধশতরান মিস করলেও ৪০ বলে ৪৩ রানের ইনিংস খেলেন। 


তবে দুজনে ফিরে গেলেও শেষ বেলায় ঝোড়ো ইনিংস খেললেন হরমনপ্রীত কৌর। জেমিমাকে সঙ্গে নিয়ে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাচ্ছিলেন হরমনপ্রীত। কিন্তু জেমিমা ১৬ রানে ফিরে যান। এরপরই হাত খোলার সিদ্ধান্ত নেন ভারতের ক্যাপ্টেন। নিজে শেষ পর্যন্ত ২৭ বলে ৫২ রান করে অপরাজিত থেকে যান। ৮টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি। রিচা ৬ বলে ৬ রান করে অপরাজিত থাকেন। 


গত জুলাই মাসে এশিয়া কাপে শ্রীলঙ্কার মাটিতে দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধেই খেলতে নেমেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেবার ফাইনালে দুটো দলের মুখোমুখি সাক্ষাতে হারতে হয়েছিল হরমনপ্রীত কৌরের দলকে। এবার অবশ্য লড়াইটা আরও চ্যালেঞ্জিং। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ। আজকের ম্য়াচে হার মানে টুর্নামেন্টে সেমিফাইনালের দৌড় থেকে একেবারে ছিটকে যাবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। তাই এই ম্য়াচে জয় ছাড়া কিছু ভাবা উচিত নয় ভারতীয় মহিলা ক্রিকেট দলের। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে শ্রীলঙ্কার বিরুদ্ধে মোট ২৪ বার মুখোমুখি হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেখানেই ভারত ১৯-৫ ব্যবধানে এগিয়ে রয়েছেন হরমনপ্রীতরা। কিন্তু যে পাঁচটি হার রয়েছে, তার মধ্যে শেষ সাক্ষাতের হারটিও রয়েছে। এশিয়া কাপ ফাইনালে।