মুম্বই: ১৪ বছরের টেস্ট ক্রিকেট কেরিয়ার। ১২৩ টেস্টে, ৯২৩০ রান, ৩০টি শতরান। বর্ণময় সাদা পোশাকের ক্রিকেটে কেরিয়ারকে আলবিদা জানিয়ে দিলেন বিরাট কোহলি। গত ২ সপ্তাহ আগে যে মেইল পাঠিয়েছিলেন টেস্ট থেকে অবসরের ইচ্ছের কথা জানিয়ে বোর্ডকে। সেই সিদ্ধান্তেই অনড় থাকলেন কিং কোহলি। ৩৬ পেরনো বিরাটের দুরন্ত ফিটনেস, মাঠে ক্ষিপ্রতা, আগ্রাসী মেজাজ সবকিছুই এখন টেস্ট ক্রিকেটে অতীত হয়ে গেল। দিল্লির হয়ে রেলওয়েজের বিরুদ্ধে খেলা ম্য়াচটিই কোহলির লাল বলের ফর্ম্য়াটে শেষ ম্য়চ হয়ে থাকল। আর কোহলির এমন আচমকা অবসরের সিদ্ধান্তে অবাক ক্রিকেট বিশ্ব।