চেন্নাই: ভারতীয় (Indian Cricket Team) শিবিরে সুখবর। ডেঙ্গি আক্রান্ত শুভমন গিলের (Shubman Gill) প্লেটলেট কাউন্ট কমে যাওয়ায় তাঁকে চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে কানাঘুষো শোনা যাচ্ছিল। তবে গিল হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তাঁকে সোমবার সন্ধেবেলাতেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। 


বুধবার ভারতীয় দল বিশ্বকাপে (ODI World Cup 2023) নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে। সেই ম্যাচের জন্য টিম ইন্ডিয়ার তারকারা ইতিমধ্যেই নয়াদিল্লি পৌঁছে গেলেও। গিলের শরীর অত্যন্ত দুর্বল হওয়ায় তাঁকে চেন্নাইতেই রেখে দেওয়া হয়েছিল। এমন পরিস্থিতিতে রবিবার রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গিলের প্লেটলেট কমে ৭০ হাজার হয়ে গিয়েছিল। ডেঙ্গি আক্রান্ত যে কোনও রোগীর ক্ষেত্রে প্লেটলেট কাউন্ট এক লক্ষের থেকে কম হলেই, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শুভমনকেও তাই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 


তবে তাঁর পরিস্থিতি তেমন উদ্বেগজনক নয়, বিসিসিআই সূত্রে খবর ম্যানেজমেন্ট তাঁকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চায়নি। সেই কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবারই তিনি কিছু পরীক্ষার পর হাসপাতাল থেকে ছাড়া পান। তবে আফগানিস্তান ম্যাচ তো বটেই, পাকিস্তান ম্যাচেও তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। এমনকী কোনও কোনও মহলে গিল আদৌ বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবেন কি না, সেই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।


গিল যদি একান্তই খেলতে না পারেন, তাহলে তাঁর বদলি হিসাবে কে দলে সুযোগ পাবেন, সেই নিয়েও বোর্ডের তরফে ভাবনাচিন্তা করা শুরু হয়ে গিয়েছে। বিসিসিআই সূত্র মারফত খবর, গিল বিশ্বকাপে খেলতে না পারলে, তাঁর বদলি হিসাবে রুতুরাজ গায়কোয়াড় দলে সুযোগ পেতে পারেন। গিল আপাতত চেন্নাইতে অস্ট্রেলিয়া ম্যাচের সময় ভারতীয় দল যে হোটেলে ছিল, সেখানেই রয়েছেন।


অপরদিকে, ভারতীয় দল আফগানিস্তান ম্যাচের আগে ইতিমধ্যেই রাজধানীতে পৌঁছে গিয়েছে। কিন্তু সেখানে সোমবার রোহিত শর্মা, বিরাট কোহলিরা কোনও অনুশীলন করেননি। তবে আজ, মঙ্গলবার ম্যাচের আগের দিন অনুশীলনে নামবে ভারতীয় দল। আপাতত আফগানদের হারিয়ে বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রাখাই টিম ইন্ডিয়ার প্রাথমিক লক্ষ্য।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ার সমালোচনা মেনে নেওয়া কঠিন ছিল, ফর্মে ফিরে অকপট রাহুল