সিডনি: আসন্ন অস্ট্রেলিয়া সফরে ওয়ান ডে সিরিজে শুভমন গিলের নেতৃত্বে খেলতে নামবে টিম ইন্ডিয়া। তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত অজি সফরে গিয়ে। রোহিত শর্মার পরিবর্তে এই সিরিজ থেকেই ওয়ান ডে ফর্ম্যাটে গিলের কাঁধে নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে। কিন্তু ওয়ান ডে ফর্ম্য়াটে নিজের প্রথম ওয়ান ডে সিরিজে সাফল্য পাবেন না গিল, এমনটাই মনে করেন অ্য়ারন ফিঞ্চ। বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়ক বলছেন, ''এটা দুর্দান্ত একটা সিরিজ হতে চলেছে।"

Continues below advertisement

আইসিসির ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে ফিঞ্চ লিখেছেন, ''ভারতের বিরুদ্ধে সিরিজ সবসময়ই দুর্দান্ত হয়ে থাকে। বিরাট কোহলিকে আরও একবার অস্ট্রেলিয়ায় দেখা যাবে। আশা করি নিজের শেষ অস্ট্রেলিয়া সফরে নিজের সেরাটা দেবে বিরাট। খাতায় কলমে দুটো দলই একে অপরকে হাড্ডাহাড্ডি চ্য়ালেঞ্জের মুখেই ফেলবে। কিন্তু আমি তবুও অস্ট্রেলিয়ার সমর্থনেই কথা বলব। অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে সিরিজ জিতবে।''

২০১৫ সালে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন অ্য়ারন ফিঞ্জ। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের ক্যাপ্টেন ছিলেন ফিঞ্চ। প্রাক্তন অজি তারকা আরও একটা বিষয় দেখতে মুখিয়ে আছেন। তা হল গিলের নেতৃত্বে ভারতীয় দল কেমন পারফর্ম করে। ২৬ বছর বয়সি তরুণ ভারতীয় ব্যাটারের প্রশংসা করে ফিঞ্চ বলেন, ''শুভমন অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করেছে। টি-টোয়েন্টি ফর্ম্যাটে আইপিএলে বেশ কয়েক বছর ধরে নেতৃত্ব দিচ্ছেন। আমি নিশ্চিত এই সিরিজেও ও নেতৃত্বে ছাপ রাখবে।''

Continues below advertisement

ফিঞ্চ বলছেন, ''গিল একজন দুর্দান্ত প্লেয়ার। বিশেষ করে সাদা বলের ফর্ম্যাটে দারুণ খেলে। ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে যেভাবে নেতৃত্ব দিয়েছে, তা অসাধারণ। তিনটি ফর্ম্য়াটেই গিল ভারতের নেতৃত্বে দেখা যাবে।''

আইপিএলের মাঝে টেস্ট ফর্ম্য়াটের নেতৃত্ব পেয়েছিলেন রোহিত শর্মা অবসর নেওয়ায়। এবার ওয়ান ডে ফর্ম্যাট থেকে ক্যাপ্টেন রোহিতকে সরিয়ে গিলকে দায়িত্ব দেওয়া হয়েছেরোহিতের জুতোয় পা গলিয়ে গিল বলছেন, ''এটা আমার কাছে বিরাট সম্মানের একটা বিষয়। ওয়ান ডে ফর্ম্য়াটে একটি বিশ্বসেরা দলের নেতৃত্বভার পাওয়া আমার কাছে গর্বের। আমি মনে করি আমাদের ওয়ান ডে বিশ্বকাপের আগে আর মাত্র ২০টি ওয়ান ডে ম্য়াচ রয়েছে। সেগুলো ভাল পারফর্ম করতে মরিয়া আমরা। আসল লক্ষ্য অবশ্যই দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ।'' গিল আরও বলেন, ''আমি আশা রাখি আমাদের প্লেয়াররা তাঁদের সেরাটা দেবে। বিশ্বকাপের আগে সব মরশুমেই আমরা দুর্দান্ত পারফর্ম করব আর পুরো তৈরি হয়েই আমরা বিশ্বকাপের মঞ্চে খেলতে নামব। আর অবশ্যই দক্ষিণ আফ্রিকার মাটি থেকে ট্রফি জিতেই আমরা ফিরব, এই বিষয়ে আমি আশাবাদী।"