সিডনি: আসন্ন অস্ট্রেলিয়া সফরে ওয়ান ডে সিরিজে শুভমন গিলের নেতৃত্বে খেলতে নামবে টিম ইন্ডিয়া। তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত অজি সফরে গিয়ে। রোহিত শর্মার পরিবর্তে এই সিরিজ থেকেই ওয়ান ডে ফর্ম্যাটে গিলের কাঁধে নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে। কিন্তু ওয়ান ডে ফর্ম্য়াটে নিজের প্রথম ওয়ান ডে সিরিজে সাফল্য পাবেন না গিল, এমনটাই মনে করেন অ্য়ারন ফিঞ্চ। বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়ক বলছেন, ''এটা দুর্দান্ত একটা সিরিজ হতে চলেছে।"
আইসিসির ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে ফিঞ্চ লিখেছেন, ''ভারতের বিরুদ্ধে সিরিজ সবসময়ই দুর্দান্ত হয়ে থাকে। বিরাট কোহলিকে আরও একবার অস্ট্রেলিয়ায় দেখা যাবে। আশা করি নিজের শেষ অস্ট্রেলিয়া সফরে নিজের সেরাটা দেবে বিরাট। খাতায় কলমে দুটো দলই একে অপরকে হাড্ডাহাড্ডি চ্য়ালেঞ্জের মুখেই ফেলবে। কিন্তু আমি তবুও অস্ট্রেলিয়ার সমর্থনেই কথা বলব। অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে সিরিজ জিতবে।''