মুম্বই: দুরন্ত ফিল্ডিংয়েও ম্য়াচ জেতানো যায়। এই ভাবনার শুরুটা হয়েছিল তাঁকে দেখেই। বিশ্ব ক্রিকেটের চমকে দিয়েছিলেন মাঠে তাঁর অসম্ভব শারীরিক রিফ্লেক্সে। বিশেষ করে নব্বইয়ের দশকে দক্ষিণ আফ্রিকার ম্য়াচে পয়েন্ট এই প্রোটিয়া তারকা দাঁড়ালে বিশ্বের তাবড় তাবড় ব্যাটাররা আতঙ্কে থাকতেন সেদিক দিয়ে কোনও শট মারার ক্ষেত্রে। তিনি জন্টি রোডস। যিনি ক্রিকেটে ফিল্ডিংকে এক অন্য মাত্রা এনে দিয়েছিলেন। এবার সেই জন্টিই বেছে নিলেন বর্তমান সময়ের ক্রিকেট বিশ্বে সেরা ফিল্ডারকে। 


গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মত দলগুলো দুরন্ত ফিল্ডিংয়েই প্রতিপক্ষের ৩০-৪০ রান বাঁচিয়ে দিয়েছে। বিশেষ করে নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসের কথা বলতেই হয়। গোটা টুর্নামেন্টে বাজপাখির মত উড়ে কখনও পয়েন্টে তো কখনও এক্সট্রা কভারে একের পর এক অবিশ্বাস্য ক্যাচ লুফেছেন। ফিরিয়েছেন বিরাট কোহলি, মহম্মদ রিজওয়ানের মত ব্যাটারকে। ফিলিপস ব্যাটে বলে বিরাট কিছু করতে না পারলেও প্রতি ম্য়াচেই ফিল্ডিংয়ে মাতিয়ে দিয়েছেন গোটা মাঠ। জন্টি নিজেও তা স্বীকার করে নিয়েছেন। 


সম্প্রতি এক ক্রিকেট সমর্থক গ্লেন ফিলিপসের ফিল্ডিংয়ের ক্লিপ সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে লিখেছিলেন, ''সরি জন্টি রোডস। গ্লেন ফিলিপস এই সময়ের ক্রিকেট বিশ্বের সেরা ফিল্ডার বলে আমরা মনে করি।'' এই পোস্টের প্রত্যুত্তরে প্রাক্তন প্রোটিয়া কিংবদন্তি সেই সমর্থকের কথাতেই সায় দিয়ে লেখেন, ''সরি বলার কিছু হয়নি। আমি তোমার কথার সঙ্গে একেবারে সহমত।''


গ্লেন ফিলিপসের ফিল্ডিংয়ের দক্ষতার কথা মাথায় রেখেছে আইসিসিও। চ্য়াম্পিয়ন্স ট্রফির জন্য যে সেরা দল বেছে নেওয়া হয়েছে, সেই দলে সুযোগ করে নিয়েছেন কিউয়ি তারকা। আইসিসির বাছাই করা সেরা দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে মিচেল স্যান্টনারকে। নিজের অলরাউন্ড পারফরম্য়ান্সের মাধ্যমে দলকে ফাইনালে তুলেছিলেন স্যান্টনার। ৫ ম্য়াচে মোট ৯ উইকেট নিয়েছিলেন বল হাতে। ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। দলে ভারতের মোট চারজন প্লেয়ার ও নিউজিল্যান্ডের চারজন প্লেয়ারকে বেছে নেওয়া হয়েছে। বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল ও মহম্মদ শামিকে দলে নেওয়া হয়েছে। অন্যদিকে কিউয়িদের মধ্যে স্যান্টনার ছাড়া জায়গা করে নিয়েছেন রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস ও ম্য়াট হেনরি। তালিকায় ১২ তম প্লেয়ার হিসেবে সুযোগ পেয়েছেন তারকা ভারতীয় অলরাউন্ডার অক্ষর পটেল। এছাড়া আফগানিস্তানের ২ ক্রিকেটার স্থান পেয়েছেন তালিকায়। ইব্রাহিম জাদরান ও আজমাতউল্লাহ ওমরজাই।