অ্যাডিলেড: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার পরেই চাপটা বেড়ে গিয়েছিল। বর্ডার গাওস্কর ট্রফিতে (Border Gavaskar Trophy) ৪-০ বা ৫-০ ব্যবধানে জিতলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (World Test Championship) টিকিট পাকা হয়ে যেত। পারথে সেই মত শুরুটাও দারুণ করেছিল ভারতীয় দল। বুমরার নেতৃত্বে সেই ম্য়াচে ২৯৫ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। কিন্তু অ্য়াডিলেড টেস্টে হেরে এবার ফের একবার চাপ বাড়ল টিম ইন্ডিয়া। এমনকী টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এবার তিন নম্বরে নেমে গিয়েছে ভারতীয় দল


এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে অস্ট্রেলিয়া। তারা চাইবে প্রথম দুইয়ে শেষ করতে। অন্যদিকে পারথে জয়ের পর ভারতের পয়েন্টের শতকরা হার ছিল ৬১.১১। কিন্তু দিন রাতের টেস্টে ১০ উইকেটে হারে তা নেমে গিয়েছে ৫৭.২৯ এ। ঝুলিতে ৯টি জয়। ১৬ ম্য়াচ খেলে ১টি ড্র ও ৬টি ম্য়াচে হেরেছে টিম ইন্ডিয়া। এই মুহূর্তে ভারতকে টেক্কা দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার পয়েন্টের শতকরা হার ৬০.৭১। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার সংগ্রহ এই মুহূর্তে ৫৯.২৬ শতাংশ। শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে যদি প্রোটিয়া শিবির জিতে যায়, তবে অস্ট্রেলিয়াকে টেক্কা দিয়ে শীর্ষে উঠে যেতে পারে তারা। অন্যদিকে নিউজিল্য়ান্ড ইংল্যান্ডের বিরুদ্ধে ৩২৩ রানে হেরে গিয়েছিল। যার ফলে তারা ছয় নম্বরে নেমে গিয়েছে পয়েন্ট টেবিলে। 


এই মুহূর্তে যা পরিস্থিতি সিরিজে আর একটিও ম্য়াচ হারা যাবে না ভারতের। সেক্ষেত্রে একমাত্র নিজেদের পারফরম্য়ান্সের নিরিখেই টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারবে ভারতীয় দল। অস্ট্রেলিয়ায় আরও তিনটি টেস্টে জেতা মানে ভারতের সর্বোচ্চ পয়েন্ট হবে ১৪৬। পয়েন্টের শতকরা হার পৌঁছবে ৬৪.০৩। আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু বর্ডার গাওস্কর ট্রফির তৃতীয় টেস্ট। ব্রিসবেনের গাব্বায় মুখোমুখি হবে ২ দল। উল্লেখ্য, অ্য়াডিলেডে গোলাপি বলের টেস্টে আগের বার যখন অস্ট্রেলিয়া সফর এসেছিল ভারত, সেবারও হেরে গিয়েছিল। সেই ম্য়াচেই লজ্জার ৩৬ রানে অল আউট হয়েছিল বিরাটের নেতৃত্বাধীন দল।