মুম্বই: প্রথম দুটো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। কিন্তু দুবারই রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। প্রথমবার নিউজিল্যান্ড ও পরেরবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে হারতে হয়েছিল। এবার অবশ্য় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেই জায়গা করতে পারেনি ভারতীয় ক্রিকেট দল। তবে ২০২৫-২০২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজিত হতে পারে ভারতেই।

সূত্রের খবর, ২০২৭ টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালের আয়োজক হওয়ার জন্য বিড তুলতে পারে ভারত। আইসিসির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন জয় শাহ ও অরুণ ধুমাল। আসন্ন জুন-জুলাইয়ে বিষয়ে আইসিসির কাছে প্রস্তাবও রাখবে বিসিসিআই। জয় শাহ ও অরুণ ধুমাল আইসিসির গুরুত্বপূর্ণ পদে থাকায় বিসিসিআইয়ের দরপত্রের যে উল্লেখযোগ্য প্রভাব রয়েছে, তা বলাই বাহুল্য।

প্রথম তিনবারই ইংল্যান্ডে এই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন হচ্ছে। প্রথমবার সাদাম্পটনে হয়েছিল এই চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এরপরের বার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে হেরে যায় ভারত। সেবার দ্য ওভালে হয়েছিল ফাইনাল। আর এবার অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ফাইনালে খেলবে। এবার লর্ডসে আয়োজিত হবে ফাইনাল। 

আইপিএল স্থগিত হয়ে গেল

পহেলগাঁও কাণ্ডের পর ভারত ও পাকিস্তানের মধ্যে ঘাত-প্রত্যাঘাতের পালা চলছেই। রাত পেরিয়ে আজ সকালেও চলেছে সংঘর্ষ। গতকালই ভারতের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছিল পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়াম। ড্রোন গিয়ে স্টেডিয়ামের পাশেই পড়েছিল। রাতের পেশোয়ার জালমি ও করাচি কিংসের মধ্যে ম্যাচ হওয়ার কথা ওই স্টেডিয়ামেই। তবে বাবর আজমরা ম্যাচই খেলতে নামতে পারেননি। তার ক্ষণিক পরেই ধর্মশালায় পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালের ম্যাচ শুরু। তবে ম্যাচই শুরুই হয়, শেষ হয়নি। ম্যাচ চলাকালীনই ধর্মশালার মাঠের একধিক বাতিস্তম্ভের আলো নিভে যায়। খানিক সময় পরে বাতিল হয় ম্যাচ। খোদ আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল দর্শকদের বেরিয়ে যাওয়ার অনুরোধ করেন। প্রাথমিকভাবে গোটাটা বিদ্য়ুৎ বিভ্রাট বলে চালালেও, তা যে পাক হামলার সতর্কতার জেরেই হয়েছে, তা মোটামুটি সবারই জানা।
 
এরপরেই আইপিএলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। এবার আশঙ্কা সত্যি করেই বর্তমান আবহে স্থগিত হয়ে গেল আইপিএল। সরকারি বিবৃতি না এলেও, পিটিআইয়ের তরফে এক রিপোর্টে আইপিএল বাতিলের কথা জানানো হয়। 'দেশে যুদ্ধ চলছে সেই আবহে অন্যত্র ক্রিকেট খেলা হচ্ছে, এমন ছবি দেখতে একেবারেই ভাল লাগে না।'জানান এক সূত্র।