মুম্বই: প্রথম দুটো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। কিন্তু দুবারই রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। প্রথমবার নিউজিল্যান্ড ও পরেরবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে হারতে হয়েছিল। এবার অবশ্য় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেই জায়গা করতে পারেনি ভারতীয় ক্রিকেট দল। তবে ২০২৫-২০২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজিত হতে পারে ভারতেই।
সূত্রের খবর, ২০২৭ টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালের আয়োজক হওয়ার জন্য বিড তুলতে পারে ভারত। আইসিসির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন জয় শাহ ও অরুণ ধুমাল। আসন্ন জুন-জুলাইয়ে বিষয়ে আইসিসির কাছে প্রস্তাবও রাখবে বিসিসিআই। জয় শাহ ও অরুণ ধুমাল আইসিসির গুরুত্বপূর্ণ পদে থাকায় বিসিসিআইয়ের দরপত্রের যে উল্লেখযোগ্য প্রভাব রয়েছে, তা বলাই বাহুল্য।
প্রথম তিনবারই ইংল্যান্ডে এই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন হচ্ছে। প্রথমবার সাদাম্পটনে হয়েছিল এই চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এরপরের বার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে হেরে যায় ভারত। সেবার দ্য ওভালে হয়েছিল ফাইনাল। আর এবার অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ফাইনালে খেলবে। এবার লর্ডসে আয়োজিত হবে ফাইনাল।
আইপিএল স্থগিত হয়ে গেল