মুম্বই: সদ্যই অস্ট্রেলিয়া ষষ্ঠবারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেতাব নিজেদের নামে করেছে। সেই দলের অধিনায়কত্বের দায়িত্বে ছিলেন মেগ ল্যানিং (Meg Lanning)। এ বারের বিশ্বকাপ খেতাব জিতেই তিনি আইসিসি ট্রফি জয়ের নিরিখে সর্বকালের সফলতম অধিনায়কের কৃতিত্ব নিজের নামে করে ফেলেছেন। এবার প্রথম ডব্লিউপিএল (Women's Premier League 2023) জয়ের জন্য তাঁর ওপরেই ভরসা রাখছে দিল্লি ক্যাপিটালস।


অধিনায়ক ল্যানিং


আজ, বৃহস্পতিবার, ২ মার্চই দিল্লি ক্যাপিটালসের তরফে অধিনায়ক হিসাবে মেগ ল্যানিংয়ের নাম ঘোষণা করা হয়। পাশাপাশি আজই দিল্লি ক্যাপিটালসের জার্সিও উন্মোচিত হয়। ক্যাপিটালসের পুরুষ ফ্রাঞ্চাইজির মতো মহিলা ফ্রাঞ্জাইজিদের জার্সিরও প্রাথমিক রঙ নীল, লাল। ল্যানিং, শেফালি ভার্মা, জেমাইমা রডরিগেজদের উপস্থিতিতেই জার্সি উন্মোচিত হয়। প্রসঙ্গত, ল্যানিংকে অধিনায়ক নিয়োগ করার পাশাপাশি ভারতের তারকা ব্যাটার জেমাইমার নামও আজই সহ-অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয়। ২২ বছর জেমাইমাকে ২ কোটি ২০ লক্ষ টাকায় দলে নেয় দিল্লি ক্যাপিটালস।


 






ম্যাসকট প্রকাশ


৪ মার্চ থেকে শুরু হতে চলেছে প্রথম ডব্লিউপিএল (Women's Premier League 2023)। ২৩ দিনের ব্যবধানে পাঁচ দল মোট ২০টি ম্যাচ খেলবে। গুজরাত জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। টুর্নামেন্ট শুরুর আগে আজই বিসিসিআইয়ের (BCCI) সচিব জয় শাহ (Jay Shah) টুর্নামেন্টের ম্যাসকটটি সবার সামনে আনলেন।


প্রথম ডব্লিউপিএলের ম্যাসকটটির নাম দেওয়া হয়েছে 'শক্তি'। এই ম্যাসকটকে একটি নীল জার্সি পরিহিত বাঘের মতোই দেখতে। প্রসঙ্গত, প্রথম ডব্লিউপিএলে মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, গুজরাত জায়ান্টস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর ও ইউপি ওয়ারিয়ার্স- এই পাঁচটি ফ্রাঞ্চাইজি খেলবে। টুর্নামেন্টে মাত্র চারটি ডবল হেডার অর্থাৎ একদিনে দুইটি ম্যাচ আয়োজিত হবে। ডিওয়াই পাতিল ও ব্রেবোর্ন স্টেডিয়ামের প্রত্যেকটিতে ১১টি করে ম্যাচ আয়োজিত হবে। ২৪ মার্চ ডিওয়াই পাতিল স্টেডিয়ামে খেলা হবে এলিমিনেটর। ৬ মার্চ ব্রেবোর্নেই আয়োজিত হবে প্রথম ডব্লিউপিএলের ফাইনাল ম্যাচটি। 


 






আরও পড়ুন: এক হাতে অনবদ্য ক্যাচে পূজারাকে ফেরালেন স্মিথ, এই ক্যাচই কি বদলে গেল ম্যাচের রঙ?