মুম্বই: করোনাকালে দর্শকশূন্য স্টেডিয়ামে আইপিএল আয়োজনের কথা সকলেরই নিশ্চয়ই মনে আছে। এবার ডব্লুপিএলের ম্যাচও আয়োজিত হতে চলেছে ফাঁকা স্টেডিয়ামে। কিন্তু ভারতীয় মহিলা দলের বিশ্বজয়ের পর যেখানে মহিলাদের ক্রিকেটের প্রতি আগ্রহ, উন্মাদনা সবই বেড়েছে, সেখানে হঠাৎ দর্শকশূন্য স্টেডিয়ামে কেন ডব্লুপিএলের ম্যাচ আয়োজিত হবে?

Continues below advertisement

ESPNCricinfo-র রিপোর্ট অনুযায়ী এক নয়, একাধিক ডব্লুপিএল ম্যাচ এবার দর্শকশূন্য স্টেডিয়ামেই আয়োজিত হতে পারে। কারণ নির্বাচন। এই সপ্তাহেই নভি মুম্বইয়ে পৌরনিগমের নির্বাচন রয়েছে। সেই কারণেই রিপোর্ট অনুযায়ী পুলিশের তরফে বিসিসিআইকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে বৃহস্পতিবার ১৫ জানুয়ারি দর্শকভর্তি স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের জন্য তারা পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না।

১৪ জানুয়ারি ও ১৬ জানুয়ারি, অর্থাৎ নির্বাচনের আগের ও পরের দিনগুলিতে যে ম্যাচগুলি আয়োজিত হওয়ার কথা রয়েছে, সেগুলিও ফাঁকা স্টেডিয়ামে খেলা হবে কি না, সেই বিষয়ে এখনও অবশ্য কিছু জানা যায়নি। আপাতত যা খবর তাতে ১৫ জানুয়ারি হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স এবং মেগ ল্যানিংয়ের ইউপি ওয়ারিয়ার্সের ম্যাচ ফাঁকা মাঠে আয়োজিত হচ্ছে, তা মোটামুটি নিশ্চিত।

Continues below advertisement

গত বছরের ২৯ নভেম্বরই ডব্লুপিএলের এ মরশুমের সূচি প্রকাশিত হয়। তবে নির্বাচন কমিশন তার পরে, ১৫ ডিসেম্বরে নভি মুম্বইয়ে পৌরনিগম নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে। এর ফলেই শুরু হয় সমস্যা। এখনও পর্যন্ত ডব্লুপিএলের সরকারি টিকিট বিক্রেতা সংস্থা চলতি সপ্তাহের বুধ, বৃহস্পতি ও শুক্রবার, এই তিনদিনের ম্যাচের জন্য কোনওরকম টিকিট বিক্রয় শুরু করেনি। এটি ম্যাচগুলি যে দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজিত হতে পারে, সেই বিষয়েই বিরাট ইঙ্গিতবাহী বলে ধরে নেওয়াই যায়। অবশ্য বিসিসিআইয়ের তরফে কিন্তু এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও বিবৃতি আসেনি।