কলকাতা: বঙ্গ ক্রিকেটের অন্যতম কৃতী সন্তান তিনি। ভাঙা আঙুল নিয়ে খেলেও বাংলার জার্সিতে ম্যাচ বাঁচিয়েছেন।


সেই ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) ফিরছেন বাংলায়। যাবতীয় মান-অভিমানের পালা সরিয়ে। সোমবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সঙ্গে বৈঠক হয় জাতীয় দলের হয়ে ৪০ টেস্ট খেলা উইকেটকিপার-ব্যাটারের। তারপরই বরফ গলেছে বলে খবর। সব কিছু ঠিকঠাক চললে আগামী মরশুমে বাংলার জার্সিতেই ঘরোয়া ক্রিকেট খেলতে দেখা যাবে ঋদ্ধিমান সাহাকে।


আর শুধু সেখানেই শেষ নয়। আসন্ন বেঙ্গল প্রো টি-২০ লিগেও (Bengal Pro T20) খেলতে দেখা যেতে পারে ময়দানের পাপালিকে।


বছর দুয়েক আগের ঘটনা। জাতীয় দল থেকে ঋদ্ধিমান সাহাকে ছেঁটে ফেলা হয়। ঋদ্ধি নিজে জানান যে, ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় তাঁকে জানিয়েছেন, টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ পরিকল্পনায় তিনি নেই। ঋদ্ধি বলেছিলেন, ঘুরিয়ে তাঁকে যেন অবসরই নিতে বলেছেন দ্রাবিড়। সেই সঙ্গে ঋদ্ধি ক্ষোভ উগড়ে দেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের ওপর। সেই সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন সৌরভ। ঋদ্ধি জানিয়েছিলেন, সৌরভ তাঁকে আশ্বাস দেন যে, তিনি যতদিন বোর্ড প্রেসিডেন্ট থাকবেন, জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে ভাবতে হবে না। তবে সৌরভ গোটা ঘটনায় মৌন থেকেছেন। কোনও প্রতিক্রিয়া দেননি সেই সময়। ইতিমধ্যেই সেই সময় সৌরভ ঘনিষ্ঠ বলে পরিচিত সিএবি-র এক পদাধিকারী বাংলার হয়ে ঋদ্ধির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন। তাতেই আগুনে ঘৃতাহুতি হয়। রাগে বাংলার হয়ে আর না খেলার সিদ্ধান্ত নেন ঋদ্ধি। সিএবি থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে তিনি চলে যান ত্রিপুরায়। তারপর থেকে ত্রিপুরার হয়েই ঘরোয়া ক্রিকেটে খেলছেন ঋদ্ধি।


তবে আসন্ন মরশুমে সেই ছবিটা পাল্টাতে চলেছে। সোমবার সৌরভের সঙ্গে বৈঠক করেন ঋদ্ধি। সঙ্গে ছিলেন স্ত্রী রোমি ও সৌরভ ঘনিষ্ঠ সঞ্জয় দাস। সেই বৈঠকে বরফ গলেছে বলে খবর। ত্রিপুরা থেকে এনওসি নিয়ে পরের মরশুমে বাংলার হয়েই খেলার কথা জানিয়েছেন ঋদ্ধি।


পাশাপাশি, আসন্ন বেঙ্গল প্রো টি-২০ লিগে রাঢ় টাইগার্স দলের হয়ে খেলতে দেখা যেতে পারে ঋদ্ধিমানকে। ১১ জুন থেকে শুরু হচ্ছে যে টুর্নামেন্ট।


সব কিছু ঠিকঠাক চললে বাংলা ক্রিকেটে ফের ঋদ্ধিলাভ হওয়া সময়ের অপেক্ষা।


আরও পড়ুন: ট্রফি নিয়ে শাহরুখ-গম্ভীর-শ্রেয়সদের কলকাতায় ঘোরার পরিকল্পনা বাতিল, কিন্তু কেন?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।