সন্দীপ সরকার, কলকাতা: কলকাতা বিমানবন্দরের বাইরে উপচে পড়ছে ভিড়। ট্রফি নিয়ে বিমানবন্দর থেকে বেরচ্ছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। সঙ্গে গোটা পরিবার। এবং অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের (KKR) অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও দলের ক্রিকেটারেরা। বিমানবন্দর থেকে সটান ইডেন গার্ডেন্সে (Eden Gardens) হাজির নাইট পরিবার। গ্যালারিতে তিলধারণের জায়গা নেই। ট্রফি হাতে মাঠ প্রদক্ষিণ করছেন কিংগ খান। সঙ্গী তাঁর বাজিগরেরা।


২০১২ ও ২০১৪ - রবিবারের আগে পর্যন্ত যে দুবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স, সেই দুবারই উৎসবের এমনই ছবি দেখেছিল তিলোত্তমা কলকাতা। তবে এবার আর সেই সুখস্মৃতিতে ভাগ বসানো হচ্ছে না বাংলার ক্রিকেটপ্রেমীদের। ট্রফি নিয়ে কলকাতায় এসে সেলিব্রেট করতে চেয়েছিল নাইট শিবির। কিন্তু সেই পরিকল্পনা বাতিল করতে হল। কেন?


২০১২ সালে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে দোর্দণ্ডপ্রতাপ মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসকে ফাইনালে হারিয়ে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিল কেকেআর। তার পরেই কলকাতায় ফিরে হয়েছিল গ্র্যান্ড সেলিব্রেশন। তার ২ বছর পর ফের আইপিএল চ্যাম্পিয়ন হয় কেকেআর। সেবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে পাঞ্জাব কিংসকে (তখনকার নাম কিংস ইলেভেন পাঞ্জাব) হারিয়ে দ্বিতীয়বারের জন্য আইপিএল শিরোপা জিতেছিলেন নাইটরা। তার পরেই কলকাতায় ফিরে হয়েছিল উৎসব। ট্রফি নিয়ে ইডেন গার্ডেন্স প্রদক্ষিণ করেছিলেন স্বয়ং কিংগ খান। মানুষের ঢল নেমেছিল ইডেন গার্ডেন্সে। আর সেই উন্মাদনা বলিউডের বাদশাকে এত ছুঁয়ে গিয়েছিল যে, ইডেনের ক্যামেরা রাখার স্ট্যান্ডে উঠে পড়ে হাত নেড়েছিলেন। সঙ্গে অগুনতি চুমু ছুড়ে দিয়েছিলেন ভক্ত-অনুরাগীদের উদ্দেশে। সেই সেলিব্রেশনে হাজির ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদিকে হাত ধরে নাচিয়েছিলেন শাহরুখ।


দশ বছর আগে মমতা মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন, কেকেআর পরেরবার আইপিএল জিতলে ব্রিগেডে হবে সেলিব্রেশন। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে না। আইপিএল ট্রফি নিয়ে শাহরুখ-শো দেখা থেকে বঞ্চিতই রইল বাংলা।


কেকেআর শিবির থেকে বলা হল, আইপিএল জেতার পরই গোটা পরিকল্পনা ছকে ফেলা হয়েছিল। ঠিক হয়েছিল, সোমবার কলকাতায় ফিরে গোটা দল মিলে বাংলার ক্রিকেটপ্রেমীদের সামনে উৎসব করবে। কিন্তু জোড়া কারণে সেই পরিকল্পনা বাতিল করতে হয়েছে।


কারণ এক, ঘূর্ণিঝড় রেমাল পরিস্থিতি। যে কারণে কলকাতার বেহাল দশা। বিমান পরিষেবা বন্ধ ছিল দীর্ঘক্ষণ। ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড গোটা শহর।


দ্বিতীয়ত, যেটা আরও গুরুত্বপূর্ণ কারণ, তা হল নির্বাচনী আবহে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আপত্তি। নাইট শিবির থেকে বলা হল, কলকাতায় সেলিব্রেশনের ব্যাপারে সবুজ সংকেত দিয়ে দিয়েছিল রাজ্য প্রশাসন। কিন্তু কেকেআর শিবিরের দাবি, লোকসভা নির্বাচনের মধ্যে এতবড় জমায়েতে আপত্তি জানিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। গোটা দেশে সাত দফায় লোকসভা ভোট চলছে। ১ জুন সপ্তম দফায় ভোট রয়েছে কলকাতায়। নাইট শিবিরের পরিকল্পনা ছিল, প্রয়োজনে ঘূর্ণিঝড় পরিস্থিতি থিতিয়ে গেলে একদিন পরেও করা হবে সেলিব্রেশন। ইডেনে অনুষ্ঠান করলে ঘেরা মাঠে করা যেত আর সেক্ষেত্রে রাজ্য সরকারের আপত্তি ছিল না বলেই জানা গেল। কিন্তু কেকেআর শিবির থেকে বলা হল, নির্বাচনের সময় বড় জমায়েতের ক্ষেত্রে শুধু রাজ্য সরকার ছাড়পত্র দিলেই হয় না, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অনুমতি লাগে। লোকসভা নির্বাচনের মধ্যে ইডেনের মতো ঘেরা স্টেডিয়ামে সেলিব্রেশনেও আপত্তি জানিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।


পরিবর্তিত পরিস্থিতিতে তাই কলকাতা সফর বাতিল হয়েছে কেকেআরের। চেন্নাই থেকেই যে যাঁর মতো করে বাড়ির উদ্দেশে রওনা হয়ে যাচ্ছেন। দেশে ফেরার উড়ান ধরেছেন মিচেল স্টার্ক, সুনীল নারাইন, আন্দ্রে রাসেলরাও।


আর দশ বছর পর ট্রফি খরা কাটার খুশির মধ্যেও এক রাশ মন খারাপ নিয়ে উৎসবের রোশনাই দেখা থেকে বঞ্চিতই থাকছেন কলকাতার ক্রিকেটপ্রেমীরা।


আরও পড়ুন: পয়া চিপকে করল, লড়ল, জিতল রে... ১০ বছরের খরা হেলায় কাটিয়ে তৃতীয় আইপিএল খেতাব কেকেআরের


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।