আমদাবাদ: একপেশে লড়াই। মাত্র আড়াই দিনেই শেষ খেলা। ওয়েস্ট ইন্ডিদের বিরুদ্ধে প্রথম টেস্টে হেসেখেলে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। ইনিংস ও ১৪০ রানের বিশাল ব্যবধানে জিতেছে শুভমন গিলের দল। ব্যাটে বল দাপট দেখিয়েছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। আমদাবাদ টেস্টে জয়ের পর ২০২৫-২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে কোথায় দাঁড়িয়ে ভারত?
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং করতে নেমেছিলেন গিলরা। প্রথম ইনিংসে ১৬২ রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় দল ইনিংস ডিক্লেয়ার দেয় যখন, তখন তাঁদের স্কোর ৫ উইকেটের বিনিময়ে ৪৪৮ রান। কে এল রাহুল, ধ্রুব জুরেল ও রবীন্দ্র জাডেজা তিনজন সেঞ্চুরি হাঁকান। প্রথম ইনিংসেই ২৮৬ রানের লিড নিয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৪৬ রানে অল আউট হয়ে যায় রস্টন চেজের দল। কিন্তু এত বড় ব্যবধানে জিতেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তিন নম্বরেই রয়েছে এখনও ভারত।
জয়ের শতকরা হার যদিও ৪৬.৬৭ থেকে বেড়ে হয়েছে ৫৫.৫৬। এই তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তাঁদের জয়ের শতকরা হার ১০০। দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার জয়ের শতকরা হার ৬৬.৬৭ শতাংশ। অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ ম্যাচ খেলে তিনটিই জিতেছে। শ্রীলঙ্কা দুটো খেলে ১টি ম্য়াচ জিতেছে। ভারতীয় দল ৬টি ম্যাচ খেলে তিনটি জিতেছে ২টো হেরেছে ও ১টি ড্র করেছে।
আমদাবাদে দ্বিতীয় ইনিংসে যখন ব্য়াট করতে নামল ক্যারিবিয়ান শিবির তখন ইনিংসে হার এড়াতে হলেও ওয়েস্ট ইন্ডিজ়কে দারুণ ব্যাটিং করতে হত। তার জন্য প্রয়োজন ছিল শুরুটা ভালভাবে করা। তবে সেটা আর হল কই। শুরুটা দেখেশুনে করলেও, এদিন ভারতীয় দলকে বেশিক্ষণ আটকে রাখা যায়নি। প্রথম ইনিংসের মতোই ওয়েস্ট ইন্ডিজ় ওপেনার তেগনারায়ণ চন্দ্রপালকে ফেরান মহম্মদ সিরাজ। দুরন্ত ক্যাচ ধরেন নীতীশ কুমার রেড্ডি। আরেক ওপেনার জন ক্যাম্পবেলকে ১৪ রানে আউট করেন রবীন্দ্র জাডেজা। এরপর তো যেন উইকেটের ফুলঝুরি লেগে যায়। একের পর এক ওয়েস্ট ইন্ডিজ় ব্যাটার আসে আর যায়। কুলদীপ, জাডেজা, সুন্দরদের বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের মিডল অর্ডার সম্পূর্ণ ব্যর্থ হয়। কেবল অ্যাথানাজ়েই খানিকটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। চা পানের বিরতির পর অ্যাথানাজ়ে ও জাস্টিন গ্রেভস চেষ্টা করেছিলেন। দুইজনে ৪৬ রানের পার্টনারশিপও গড়েন। তবে তাতে ইনিংসে হার এড়ানো অসম্ভব ছিল।