নয়াদিল্লি: মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই দুই দেশ দুইটি বড় জয় পেল। শ্রীলঙ্কাকে হারাল দক্ষিণ আফ্রিকা, আর নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড গড়ে জয় পেল ইংল্যান্ড। এর ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলেও (WTC 2025 table) কিছু রদবদল ঘটল।


ভারত (Indian Cricket Team) ও দক্ষিণ আফ্রিকার জয় পরের বছর লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাঁদের অংশগ্রহণের সম্ভাবনা বাড়ল। আর পরাজয়ের ফলে কঠিন হল অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার পথ। অপরদিকে নিউজ়িল্যান্ড পরাজিত হওয়ায় তাঁরা যে ৬০ শতাংশ পয়েন্টের গণ্ডি পার করতে পারবে না, তা নিশ্চিত ফলে তাঁদের চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার পথ কার্যত বন্ধ। 


ভারতীয় দল কিন্তু আপাতত টেবিলে একেবারে শীর্ষে রয়েছে। বাকি চার টেস্টের মধ্যে তিনটিতে জিতলে ভারতের ফাইনাল খেলা পাকা। আর কারুর ওপর নির্ভর করতে হবে না তাদের। দক্ষিণ আফ্রিকা নিজেদের জয়ের ফলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। পিছনে পড়ে গিয়েছে অস্ট্রেলিয়া। প্রোটিয়ারা বাকি তিন ম্যাচ জিতলে তাঁরাই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে। গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ফাইনালে পৌঁছতে তাদের বাকি ছয় টেস্টের মধ্যে অন্তত চারটি জিততে হবে। 


 






অজ়িরা যেহেতু চলতি বর্ডার-গাওস্কর ট্রফির পর শ্রীলঙ্কা সফরে যাবে, তাই ভারতের বিরুদ্ধে ২-২ সিরিজ় ড্র করলেও কিন্তু প্যাট কামিন্সরা পুনরায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর দৌড়ে টিকে থাকবেন। অজ়িদের পড়শি নিউজ়িল্যান্ড ভারতকে তাদেরই ঘরের মাঠে হোয়াইটওয়াশ করায় আশা জাগিয়েছিল। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট হারায় খাতায় কলমে প্রথমবারের টেস্ট চ্যাম্পিয়নশিপজয়ীরা দৌড়ে টিকে থাকলেও ফাইনালে পৌঁছনোর জন্য টম ল্যাথামদের পক্ষে প্রচুর ফলাফল যাওয়া আবশ্যক। ফলে তাঁদের ফাইনালে যাওয়ার পথ যে কার্যত বন্ধ, তা বলাই বাহুল্য। আর ইংল্যান্ডের ক্ষেত্রে এই জয় সত্ত্বেও খাতায় কলমেও ফাইনালে পৌঁছনোর কোনও সম্ভাবনা আর নেই।


শ্রীলঙ্কার ক্ষেত্রে অঙ্কটা কঠিন হলেও অবশ্য অসম্ভব নয়। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে হারলেও, শেষ টেস্ট জয় এবং ঘরের মাঠে কিউয়িদের হোয়াইটওয়াশ করায় তাঁরা ফাইনালের দৌড়ে ঢুকে পড়েছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে পরাজিত হওয়ায় সেই সম্ভাবনা খানিকটা কমলেও, দ্বিতীয় টেস্টে রামধনুর দেশে জয় পেলে কিন্তু তাদের ফাইনালে পৌঁছনোর আশা জিইয়ে থাকবে। সেক্ষেত্রে অজ়িদের বিরুদ্ধে দ্বীপরাষ্ট্রে চলতি টেস্ট সার্কেলের শেষ সিরিজ়ে অনেক কিছু নির্ভর করবে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ব্যাটে ঝড় তুললেন আরসিবির নতুন তারকা, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল ইংল্যান্ড